বিষয়বস্তুতে চলুন

ঘূর্ণিঝড় তিতলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় তিতলি
ঘূর্ণিঝড় (সাইক্লোন)
ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় তিতলি সর্বোচ্চ মাত্রায় রয়েছে
গঠন৬-৯ অক্টোবর ২০১৮
বিলুপ্তি১১ অক্টোবর ২০১৮
সর্বোচ্চ গতি৩-মিনিট স্থিতি: ১১৫ কিমি/ঘণ্টা (৭৫ mph)
১-মিনিট স্থিতি: ১১০ কিমি/ঘণ্টা (৭০ mph)
সর্বনিম্ন চাপ৯৯০ hPa (mbar)
প্রভাবিত অঞ্চলভারত
২০১৮ উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড় ঋতু অংশ

ঘূর্ণিঝড় তিতলি[] হল ২০১৮ খ্রিষ্টাব্দে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেয়া প্রথম ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি জন্ম নেয় ৬-৯ অক্টোবর ভারতের কলকাতা থেকে ৮০০ কিলোমিটার ( মাইল) দক্ষিণে। ঘূর্ণিঝড়টি আঘাত হানে ১১ অক্টোবর ভারতের ওড়িশাঅন্ধ্রপ্রদেশ রাজ্যে।

নামকরণ

তিতলি শব্দের অর্থ প্রজাপতি। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘূর্ণিঝড় সমূহের নাম দিয়ে থাকে এই অঞ্চলের বিভিন্ন দেশ। ক্রান্তীয় সাইক্লোন তিতলির নাম দিয়েছে পাকিস্তান।[] তিতলির আগে গঠিত হওয়া সাইক্লোনধর্মী ঝড়টির নাম দেয়া হয়েছিলো লুবান যা ওমানের দেয়া। এই অঞ্চলের পরবর্তী ঘূূর্ণিঝড়ের নাম হবে গাজা যা থাইল্যান্ডের দেয়া।

বর্ণনা

ভারতের আবহাওয়া অধিদফতর জানায় বৃহস্পতিবার সকালে ঊড়িষ্যার গোপালপুরের কাছে আঘাত হানে ঘূর্ণিঝড় তিতলি।[] অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় আঘাত হানার সময় ‘তিতলি’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। অন্ধ্রে প্রলয়কাণ্ড চালিয়ে উত্তরের দিকে এসে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ার সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত।[]

প্রস্তুতি

বাংলাদেশ

ঘূর্ণিঝড় তিতলির কারণে উপকূলীয় জেলা বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়।

ভারত

ক্ষয়ক্ষতি

তথ্যসূত্র

  1. "গতিমুখ বদলে কোন দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'তিতলি'?"। www.kolkata24x7.com। ৯ অক্টোবর ২০১৮। ১০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 
  2. https://m.timesofindia.com/india/how-cyclone-titli-got-its-name/amp_articleshow/66158064.cms
  3. BanglaNews24.com। "ঘূর্ণিঝড় 'তিতলি'র আঘাতে অন্ধ্রে নিহত ৮  :: BanglaNews24.com mobile"। ১২ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮