ভাওয়াল এক্সপ্রেস
অবয়ব
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
প্রথম পরিষেবা | ৩০ জুন ১৯৮৮ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৫৫/৫৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
ভাওয়াল এক্সপ্রেস (ট্রেন নাম্বর-৫৫/৫৬) বাংলাদেশ রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন। দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকা যাত্রাপথে জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।[২]
যাত্রী
ভাওয়াল এক্সপ্রেস বৃহত্তর ময়মনসিংহ বাসীর ঢাকা যাওয়ার একটি জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে প্রায় সবসময় যাত্রীচাপ থাকে।
রেলপথ
ভাওয়াল এক্সপ্রেস নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেলপথে চলাচল করে।
যাত্রাপথ
ভাওয়াল এক্সপ্রেস জামালপুর> ময়মনসিংহ> গাজীপুর> ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।[৩]
স্টেশন তালিকা
ভাওয়াল এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:
- দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন
- মোশারফগঞ্জ রেলওয়ে স্টেশন
- ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন
- দুরমুঠ রেলওয়ে স্টেশন
- মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন
- জামালপুর কোর্ট রেলওয়ে স্টেশন
- জামালপুর বাজার রেলওয়ে স্টেশন
- নান্দিনা রেলওয়ে স্টেশন
- নরুন্দি রেলওয়ে স্টেশন
- পিয়ারপুর রেলওয়ে স্টেশন
- মশিউরনগর রেলওয়ে স্টেশন
- নিমতলী বাজার রেলওয়ে স্টেশন
- বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন
- বাইগনবাড়ী রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ রোড রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
- কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- সুতিয়াখালী রেলওয়ে স্টেশন
- ফাতেমানগর রেলওয়ে স্টেশন
- আহমদবাড়ী রেলওয়ে স্টেশন
- আউলিয়ানগর রেলওয়ে স্টেশন
- ধলা রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- মশাখালি রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- সাত খামাইর রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- ইজ্জতপুর রেলওয়ে স্টেশন
- রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন
- ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- ধীরাশ্রম রেলওয়ে স্টেশন
- টঙ্গী রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
- বনানী রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- কমলাপুর রেলওয়ে স্টেশন
সময়সূচি
ভাওয়াল এক্সপ্রেস,
- ঢাকা থেকে ছাড়ে রাত ৭টা ৩৫ মিনিটে, দেওয়ানগঞ্জ বাজার পৌঁছায় ভোর ৪টা ২০ মিনিটে।[৪]
- দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়ে রাত ২টায়, ঢাকা পৌঁছায় সকাল ১১টা ৪৫ মিনিটে।
তথ্যসূত্র
- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত"। আজকের পত্রিকা - Ajker Patrika। ২০১৯-১১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ "যাত্রীচাপ ব্যাপক, তবুও ধুঁকছে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ "নতুন সময়সূচি নিয়ে আপত্তি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।