রানা মোহাম্মদ সোহেল
মেজর রানা মোহাম্মদ সোহেল | |
---|---|
নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০১৯ – ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | গোলাম মোস্তফা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জলঢাকা, নীলফামারী |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) |
পিতামাতা | মোহাম্মদ মহসীন এবং জাহানারা বেগম |
শিক্ষা | এমবিএ |
পেশা | রাজনীতি |
জীবিকা | ব্যবসা পরামর্শক |
ধর্ম | ইসলাম |
সামরিক পরিষেবা | |
পদ | মেজর |
রানা মোহাম্মদ সোহেল হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন সেনা কর্মকর্তা। তিনি নীলফামারী-৩ আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য।[১][২] তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা শাখার সহ সভাপতি। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ছিলেন।
জন্ম ও কর্মজীবন
মেজর সোহেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মহসীন এবং মাতার নাম জাহানারা বেগম। তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করার পর মেজর পদমর্যাদা থেকে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে চা ব্যবসায়ের সাথে জড়িত। পঞ্চগড়ে তার চা বাগান রয়েছে। তিনি ২০১৭ সালে শ্রেষ্ঠ চা চাষীর সম্মাননা স্মারকে ভূষিত হন।[৩] এছাড়াও তিনি জেমকন গ্রুপের ব্যবসায়ীক পরামর্শক হিসাবে নিয়োজিত আছেন।[৪]
রাজনীতি
সোহেল বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা জাতীয় পার্টির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন এবং ১ লাখ ৩৭ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।[৫]
তথ্যসূত্র
- ↑ "নীলফামারী জেলা"। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "নির্বাচনী এলাকাঃ ১৪ নীলফামারী-৩"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ "আলোচনায় জাপা নেতা রানা মোহাম্মদ সোহেল"। সমকাল। ২০১৮-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।
- ↑ "হলফনামা" (পিডিএফ)। নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নীলফামারী-৩: বেসরকারিভাবে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী মেজর (অবঃ) রানা মুহাম্মদ সোহেল"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]