হলদিবাড়ী
হলদিবাড়ি | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°২০′ উত্তর ৮৮°৪৬′ পূর্ব / ২৬.৩৩° উত্তর ৮৮.৭৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কুচবিহার |
উচ্চতা | ৫৭ মিটার (১৮৭ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৩,১৭০ |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
হলদিবাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°২০′ উত্তর ৮৮°৪৬′ পূর্ব / ২৬.৩৩° উত্তর ৮৮.৭৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫৭ মিটার (১৮৭ ফুট)।
আবহাওয়া
[সম্পাদনা]এখানে ঋৃতু তিনিটি। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং শীতকালে গড় তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে হালদিবাড়ি শহরের জনসংখ্যা হল ১৩,১৭০ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%। এখানে সাক্ষরতার হার ৬৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭২% এবং নারীদের মধ্যে এই হার ৬২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে হালদিবাড়ি এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]হলদিবাড়ি শহরটি সড়কপথে জলপাইগুড়ি, শিলিগুড়ি শহর গুলির সাথে যুক্ত এবং রেলপথে শিলিগুড়ি হয়ে সরাসরি শিয়ালদহ রেলওয়ে স্টেশন ও কলকাতা রেলওয়ে স্টেশন এর সঙ্গে যুক্ত। তিস্তা নদীর ওপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু 'জয়ী সেতু' আছে, যা হলদিবাড়িকে মেখলিগঞ্জের সাথে যুক্ত করে । এছাড়া হলদিবাড়ি রেলস্টেশন ও বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশন হয়ে কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সাথে যুক্ত ।
প্রশাসন
[সম্পাদনা]হলদিবাডী পৌরসভা ১১ টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Haldibari"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।