রয়্যাল এশিয়াটিক সোসাইটি
অবয়ব
(Journal of the Royal Asiatic Society থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
রয়াল এশিয়াটিক সোসাইটি (Royal Asiatic Society of Great Britain and Ireland, RAS) ব্রিটিশ সাম্রাজ্যের এশীয় প্রজাদের বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলা বিষয়ক ব্যাপারে অনুসন্ধান ও উৎসাহ প্রদানের জন্য ১৮২৪ সালে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বক্তৃতা, গবেষণাপত্র ও অন্যান্য প্রকাশনার মাধ্যমে এশীয় সংস্কৃতি ও সমাজ বিষয়ক সর্বোচ্চ মানের একটি প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে উঠেছে। এশীয় বিদ্যার ক্ষেত্রে এটি ব্রিটেনের একটি সুপ্রাচীন বিদ্বৎসমাজ।