আলাপ:সতীদাহ
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Sramanas কর্তৃক ১০ বছর পূর্বে
এই পাতাটি সতীদাহ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
ভুল বাক্য সরান হলঃ "প্রথার পৌরাণিক ভিত্তি হচ্ছে শ্রী ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতার অগ্নিতে আত্মাহুতি".-এটা ভুল কারণ রামচন্দ্রের মৃত্যুর পরে নয় জীবিত রামচন্দ্রের চোখের সামনে সীতা একবার অগ্নিপরীক্ষা দেন, এবং দ্বিতীয়বার দিতে বলা হলে অপমানিত সীতা "ধরিত্রী দ্বিধা হও" বলে দ্বিধাভক্ত মা ধরিত্রীর (মাটি) বুকে প্রবেশ করেন। --128.12.147.175 ০৬:৪৪, ২২ অক্টোবর ২০০৬ (ইউটিসি)
- ধরিত্রী মা না বাবা ছিলেন এবং সীতা, রামচন্দ্রের জীবিতকালে বুকে প্রবেশ করেন তা উপযুক্ত বিশ্বাসযোগ্য তথ্যসূত্র দিয়ে প্রমাণ করুন না হলে এটি মৌলিক গবেষণার পর্যায় পরে।ধন্যবাদ। ধনমন্ত্রী { কেন?, কোনগুলি } ১৬:৪১, ৬ মার্চ ২০১৪ (ইউটিসি)