বিষয়বস্তুতে চলুন

ইউকো ব্যাঙ্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউকো ব্যাঙ্ক
ধরনসাধারণ
এনএসইইউকোব্যাঙ্ক
বিএসই532505
শিল্পব্যাংকিং, অর্থসংস্থান সেবা
প্রতিষ্ঠাকাল৬ জানুয়ারি ১৯৪৩; ৮১ বছর আগে (1943-01-06)
প্রতিষ্ঠাতাজি. ডি. বিড়লা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
রবি কুমার টাক্কার (সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহখুচরা ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, অর্থ এবং বীমা, বিনিয়োগ ব্যাংকিং, বন্ধকী ঋণ, প্রাইভেট ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা
আয়হ্রাস ১৮,৫৬০.৯৭ কোটি (ইউএস$ ২.২৭ বিলিয়ন)(২০১৬)[]
হ্রাস  ৩,৬০৩ কোটি (ইউএস$ ৪৪০.৪১ মিলিয়ন) (২০১৬)[]
হ্রাস −২,৭৯৯.২৫ কোটি (ইউএস$ −০.৩৪ বিলিয়ন) (২০১৬)[]
মোট সম্পদহ্রাস২,৪৪,৮৮২.৫৩ কোটি (ইউএস$ ২৯.৯৩ বিলিয়ন) (২০১৬) []
মালিকভারত সরকার
কর্মীসংখ্যা
২৪,৭২৪ (২০১৬)[]
মূলধন অনুপাত৯.৬৩% (২০১৬)[]
ওয়েবসাইটwww.ucobank.com

ইউকো ব্যাঙ্ক (পূর্বনাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক) ভারতের অন্যতম প্রাচীন ও অগ্রণী বাণিজ্যিক ব্যাঙ্ক। ১৯৪৩ সালে কলকাতায় এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় বিশিষ্ট শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা ভারতীয় পুঁজি ও ব্যবস্থাপনায় স্থাপিত বাণিজ্যিক ব্যাঙ্কের ধারণায় উদ্বুদ্ধ হয়ে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন। সেই সময় এই ব্যাঙ্কের নাম ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক। ১৯৬৯ সালের ১৯ জুলাই ভারত সরকার অন্য তেরোটি ব্যাঙ্কের সঙ্গে এই ব্যাঙ্কটিরও রাষ্ট্রায়ত্ত্বকরণ করেন। ১৯৮৫ সালে ভারতীয় সংসদে একটি আইন পাস করে ব্যাঙ্কের নাম ইউকো ব্যাঙ্ক রাখা হয়। বর্তমানে সারা দেশে ব্যাঙ্কের প্রায় দুই হাজার পরিষেবা কেন্দ্র রয়েছে। সিঙ্গাপুরহংকং শহরেও এই ব্যাঙ্কের দুটি শাখা বর্তমান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Annual Report of UCO Bank" (পিডিএফ)। ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]