ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৭৪ |
রেক্টর | ডঃ সুলাইমান ইবনে আব্দুল্লাহ আবালখাইল |
শিক্ষার্থী | ১০০,০০০ এর বেশি |
অবস্থান | রিয়াদ , সৌদি আরব |
ওয়েবসাইট | www.imamu.edu.sa |
ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة الإمام محمد بن سعود الإسلامية) সৌদি আরবের রিয়াদে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[১] কিন্তু প্রথম অবস্থায় এটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় নি। ১৯৭৪ সালে একটি রাজকীয় ফরমান জারীর মাধ্যমে একে বিশ্ববিদ্যালয় করা হয়।[২] এই বিশ্ববিদ্যালয়ে ১০টি অনুষদ রয়েছে। বর্তমানে এখানে ২৪ হাজার ছাত্র ও ১৩০০ শিক্ষকমণ্ডলী রয়েছেন।[৩] এই বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরবের প্রধান শহরসহ ইন্দোনেশিয়া, জিবুতি ও জাপানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইসলামী প্রতিষ্ঠান আছে। [৪] এখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী দেওয়া হয়।এই বিশ্বববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হলো ইসলামি জ্ঞান বিভিন্ন ভাষাইয় অনুবাদ করা। এখানে নিজস্ব ছাপাখানা আছে। বিশ্ববিদ্যালয়টি ইসলামি শরিয়াহর দ্বারা পরিচালিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]ইমাম মুহাম্মদ ইবন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[৫]
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি প্রিন্স সুলতান লাইব্রেরি। এই লাইব্রেরি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এখানে আসতে পারতো। এটি ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরির অংশীদার।[৬]
পাঠ্যক্রম
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টি ১১টি কলেজে গঠিত। এই এগারো কলেজের মূল লক্ষ্য হলো শরীয়াহ, ইসলাম, আরবি ভাষা, সামাজিক বিজ্ঞান, অ্যাডভোকেসি ও মিডিয়া স্টাডিজ, ভাষা ও অনুবাদ, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞান, অর্থনীতি ও প্রশাসনিক বিজ্ঞান, আনুষ্ঠানিক বিজ্ঞান, ঔষধ, এবং প্রকৌশল। এখানে আরবি গ্রন্থ থেকে বিভিন্ন বিদেশী ভাষায় ইসলামি জ্ঞান অনুবাদ করা হয় এবং বিদেশী ভাষা থেকে আরবিতে অনুবাদ করা হয়।[৭]
পাঠক্রম বহির্ভূত কার্যক্রম
[সম্পাদনা]ইমাম মুহাম্মদ ইবন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একটি সংবাদপত্র প্রকাশ করা হয়। এর নাম মিরাত আল-জামিয়াহ (আরবি: مرآة الجامعة) (বাঙলায়ঃবিশ্ববিদ্যালয়ের আয়না)
ক্রীড়া ও ঐতিহ্য
[সম্পাদনা]ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে একটি ফুটবল দল এবং একটি স্টেডিয়াম আছে।
প্রদত্ত ডিগ্রী
[সম্পাদনা]কলা মানবিক বিভাগে ডিপ্লোমা, মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়। ব্যবসা ও সামাজিক বিভাগে ডিপ্লোমা ও মাস্টার্স ডিগ্রী , ভাষা ও সংস্কৃত বিভাগে ব্যাচেলর, মাস্টার্স ও ডক্টোরাল ডিগ্রী, মেডিসিন বিভাগে শুধুমাত্র ব্যাচলর ডিগ্রী, প্রকৌশল বিভাগে ডিপ্লোমা ও মাস্টার্স ডিগ্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ডিপ্লোমা ও ব্যাচেলর ডিগ্রী প্রদান করা হয়। [৮]
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র
[সম্পাদনা]- সালেহ আল-ফাউজান
- ইয়াসির আদ-দৌসারি - মসজিদে হারামের ইমাম
- সাউদ আশ-শুরাইম - বায়তুল্লাহ’র ইমাম
- মিজানুর রহমান সাঈদ - বাংলাদেশি মুফতি।
- আব্দুল্লাহ জাহাঙ্গীর
উল্লেখযোগ্য কর্মী
[সম্পাদনা]ইমাম মুহাম্মদ ইবন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এমন বিখ্যাত শিক্ষকমণ্ডলী হলেনঃ
- 'ড. আব্দুল্লাহ ইউসুফ আলশিবল, সাবেক প্রেসিডেন্ট
- 'আব্দুর রাহমান বিন নাসির আল-বারাক, সাবেক অধ্যাপক
সদস্যপদ
[সম্পাদনা]- ফেডারেশন অফ দ্যা ইউনিভার্সিটিজ অফ দ্যা ইসলামিক ওয়ার্ল্ড
- এসোসিয়েশন অফ আরব ইউনিভার্সিটিজ
- লীগ অফ ইসলামি ইউনিভার্সিটিজ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Imam University"। Bakkah। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২।
- ↑ "Imam Muhammad Ibn Saud Islamic University"। ICU। ১২ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২।
- ↑ "Imam Muhammad bin Saud University"। SAMIRAD। ২০ এপ্রিল ২০০৯। ৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২।
- ↑ "جامعة الامام محمد بن سعود الاسلامية"। Ministry of Higher Education। ৭ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২।
- ↑ "About Us"। Deanship of Library Affairs। Prince Sultan Library for Science and Knowledge। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Partners"। About the World Digital Library। World Digital Library। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Institute of Translation and Arabization"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Al-Imam Muhammad Ibn Saud Islamic University | Ranking & Review" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৬।