উজ্জয়িনী মুখোপাধ্যায়
উজ্জয়িনী মুখোপাধ্যায় | |
---|---|
প্রাথমিক তথ্য | |
ধরন | ফিল্মি, পপ, সফট রক, শাস্ত্রীয়, জ্যাজ, রবীন্দ্রসঙ্গীত |
পেশা | গায়িকা |
কার্যকাল | ২০০৫–বর্তমান |
উজ্জয়িনী মুখোপাধ্যায় একজন ভারতীয় গায়িকা।[১][২] তিনি ২০০৫ সালে ১৬ বছর বয়সে জি টিভির আপাতবাস্তব অনুষ্ঠান সা রে গা মা পা চ্যালেঞ্জ-এর প্রতিযোগী ছিলেন এবং ৭ম স্থান অর্জন করেছিলেন।[৩] ২০০৬ সালে তিনি ও ঐশ্বর্য নিগম সা রে গা মা পা এক ম্যায় ঔর এক তু-এর যৌথ বিজয়ী হয়েছিলেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]উজ্জয়িনী তার প্রথম গান রেকর্ড করেছিলেন সুরকার দেবজ্যোতি মিশ্রর জন্য।[তথ্যসূত্র প্রয়োজন]
তিনি ২০০৫ সালে ১৬ বছর বয়সে জি টিভির আপাতবাস্তব অনুষ্ঠান সা রে গা মা পা চ্যালেঞ্জ-এর প্রতিযোগী ছিলেন এবং ৭ম স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে কয়েক মাসের ব্যবধানে ২০০৬ সালে তিনি ও ঐশ্বর্য নিগম সা রে গা মা পা এক ম্যায় ঔর এক তু-এর যৌথ বিজয়ী হয়েছিলেন।
এছাড়াও তিনি ইন্ডিয়ান আইডল (২০০৪), জো জিতা ওহি সুপারস্টার (২০০৮), মিউজিক কা মহা মুকাবলা (২০১০) সহ বিভিন্ন আপাতবাস্তব অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি টেলিভিশন অনুষ্ঠান দিদি নাম্বার ১ ও রানাঘর-এর বিভিন্ন পর্বে নিয়মিত অতিথি পারফর্মার হিসেবে উপস্থিত হন।
গানের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্রের গান
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | গান | সহ-শিল্পী | সুরকার | টীকা |
---|---|---|---|---|---|
২০২২ | তিরন্দাজ শবর | লাগ লাগ | বিক্রম ঘোষ | ||
২০২১ | অন্তর্ধান | রাজা রানী | রাতুল শঙ্কর | ||
২০২১ | আবার কাঞ্চনজঙ্ঘা | পাহাড়ের গান | আশু চক্রবর্তী | ||
২০২১ | অভিযাত্রিক | হরি হারায়ে নমঃ | বিক্রম ঘোষ (সঙ্গীত প্রযোজক) | ||
২০২১ | গোলন্দাজ | রাসের গান | শোভন | বিক্রম ঘোষ | |
২০২০ | ব্রহ্মা জানেন গোপন কম্মটি | যদিদং হৃদয়ং | অনিন্দ্য চট্টোপাধ্যায় | ||
২০২০ | হুল্লোড় | ও বাবাজি | কিঞ্জল চট্টোপাধ্যায় | দোলন মৈনাক | |
২০২০ | অসুর | মন জানো না | শোভন | বিক্রম ঘোষ | |
২০১৮ | ব্যোমকেশ গোত্র | বিষের ধোঁয়ায় | বিক্রম ঘোষ | ||
২০১৮ | খাজুর পে আটকে | দুনিয়া | দিব্য কুমার |
বিক্রম ঘোষ | |
২০১৮ | খাজুর পে আটকে | আও না দেখা | তিমির বিশ্বাস |
বিক্রম ঘোষ | |
২০১৮ | ফ্ল্যাট নং ৬০৯ | ইচ্ছেগুলো | অনুপম রায় | রাতুল শঙ্কর | |
২০১৮ | উমা | এসো বন্ধু | সোমলতা আচার্য্য চৌধুরী |
অনুপম রায় | |
২০১৮ | হানিমুন | নায়না তোরে | স্যাভি গুপ্ত | ||
২০১৮ | বক্সার | নেশা নেশা | সমিধ মুখোপাধ্যায়, সুয়াশা সেনগুপ্ত | সমিধ মুখোপাধ্যায় | |
২০১৮ | বক্সার | রক অ্যান্ড রোল | সমিত মুখোপাধ্যায় | সমিধ মুখোপাধ্যায় | |
২০১৭ | ঠাম্মার বয়ফ্রেন্ড | টাইটেল ট্র্যাক | কিঞ্জল চট্টোপাধ্যায় | দোলন মৈনাক | |
২০১৭ | কুহেলি | আমার শহর কলকাতা | দোলন মৈনাক | ||
২০১৭ | হরিপদ হরিবোল | জিয়া লাগে না | দীপ-লয় | ||
২০১৭ | এবং কিরীটী | হয়তো তুমি দেখেছো | পীযূষ চক্রবর্তী | ||
২০১৬ | ব্যোমকেশ পর্ব | দিল রাসিয়া রে | বিক্রম ঘোষ | ||
২০১৮ | ঈগলের চোখ | দিল মেহফিল | বিক্রম ঘোষ | ||
২০১৬ | শেষ সংবাদ | হারবো না | অমিত সুর | ||
২০১৬ | ক্ষত | কিছু তো চাইছি না | কিঞ্জল চট্টোপাধ্যায় | অনুপম রায় | |
২০১৬ | ষড়রিপু | আজ রাতে সব ভুলে | সৌরভ সরকার | দেব সেন | |
২০১৬ | চোরাবালি | টাইটেল ট্র্যাক | দিব্যেন্দু মুখোপাধ্যায় | ||
২০১৫ | ক্রস কানেকশন ২ | লীলাবলি | নীল দত্ত | ||
২০১৫ | ক্রস কানেকশন ২ | মোমবাতি রাত | রূপঙ্কর বাগচী | নীল দত্ত | |
২০১৫ | চিত্রা | খুনসুটি | তিমির বিশ্বাস, ডোডো | মহুল চক্রবর্তী | |
২০১৫ | এবার শবর | আধো ঘুম | বিক্রম ঘোষ | ||
২০১৫ | ফেকবুক | বোকা দিল | দোলন মৈনাক | ||
২০১৪ | হাইওয়ে | খেলা শেষ | অরিজিৎ সিং (পুরুষ ভার্সন) | অনুপম রায় | |
২০১৪ | টান | নোনা পানি | ইন্দ্রদীপ দাশগুপ্ত | ||
২০১৪ | তিন পাত্তি | রাত এরকম | ইন্দ্রদীপ দাশগুপ্ত | ||
২০১৩ | আবর্ত | আমি আকাশ খোলা | বিক্রম ঘোষ | ||
২০১৩ | আবর্ত | মন উঠলো দেখ | নির্মল্য রায় | বিক্রম ঘোষ | |
২০১৩ | গণেশ টকিজ | ঝাল লেগেছে | রূপঙ্কর বাগচী | নীল দত্ত | |
২০১৩ | কিডন্যাপার | হৃদয়ের কথা | সপ্তক ভট্টাচার্য | রাজা নারায়ণ দেব | |
২০১৩ | নায়িকা সংবাদ | তোর শরীরে রুপোলী রঙের | গবু গৌরব চট্টোপাধ্যায় | ||
২০১৩ | মিসটেক | নাই রে নাই রে চিন্তা কোনো | ইন্দ্রদীপ দাশগুপ্ত | ||
২০১২ | ভালবাসা অফরুট-এ | আয় বৃষ্টি ঝেপে | অরুণাভ খাসনোবিস | ||
২০১২ | ভালবাসা অফরুট-এ | তোকে ভালবেসে | রবি শুক্লা | অরুণাভ খাসনোবিস | |
২০১১ | তনু ওয়েডস মনু | মন্নু ভাইয়া | সুনিধি চৌহান, নীলাদ্রি | কৃষ্ণ সোলো | |
২০১১ | তনু ওয়েডস মনু | ইউঁ হি | মোহিত চৌহান | কৃষ্ণ সোলো | |
২০১০ | রাইট ইয়া রং | ক্যায়া গলত ক্যায়া সহি | মন্টি শর্মা | ||
২০১০ | জোশ | এভভারিকি | রাহুল বৈদ্য | সন্দীপ চৌটা | |
২০১০ | বোমকেশ বক্সী | মায়াবী রাতে | নীল দত্ত |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | অনুষ্ঠান | চ্যানেল | ফলাফল |
---|---|---|---|
২০০৫ | সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৫ | জি টিভি | ৭ম স্থান |
২০০৬ | সা রে গা মা পা এক ম্যায় ঔর এক তু | জি টিভি | বিজয়ী |
২০০৮ | জো জিতা ওহি সুপারস্টার | স্টার প্লাস | |
২০১০ | মিউজিক কা মহা মুকাবলা | স্টার প্লাস | |
২০১৬ | আব্বুলিশ | কালার্স বাংলা | পর্বের বিজয়ী |
২০১৬ | হ্যাপি পেরেন্টস ডে | জি বাংলা | পর্বের বিজয়ী |
২০১৮ | দাদাগিরি আনলিমিটেড | জি বাংলা | পর্বের বিজয়ী |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]উজ্জয়িনী ২০১৫ সালে সেরা মহিলা পারফর্মার হিসেবে 'কলাকার পুরস্কার' পেয়েছিলেন।[৫] তিনি আবর্ত (২০১৪) চলচ্চিত্রের "আমি আকাশ খোলা" গানের জন্য শ্রেষ্ঠ নেপথ্য গায়িকা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বাংলার জন্য মনোনীত হয়েছিলেন। তিনি তনু ওয়েডস মনু (২০১১) চলচ্চিত্রের "মন্নু ভাইয়া কা করিহেঁ" গানের জন্য 'আসন্ন গায়িকা' বিভাগে মির্চি সঙ্গীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ujjaini Mukherjee: Please adopt your pets, don't shop"। The Times of India। ২০২১-১১-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৬।
- ↑ "Ujjaini Mukherjee: MeToo exists in music industry also, I was shocked when an elderly music director proposed me"। The Times of India। ২০২২-০৯-১৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৬।
- ↑ "Holi 2021: 'প্রেমের হোলি' নিয়ে এলেন Ujjaini Mukherjee, গানে গানে হোক রঙের খেলা !"। News18 বাংলা। ২০২১-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৬।
- ↑ Singh, Shalu; News, India TV (২০১৯-১১-১৪)। "Indian Idol 3 fame Deepali Sahay gets married to Sa Re Ga Ma Pa singer Aishwarya Nigam"। www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৬।
- ↑ "Kalakar award honours Tollywood stars, mainstream film"। business-standard.com। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে উজ্জয়িনী মুখোপাধ্যায় সম্পর্কিত মিডিয়া দেখুন।