কিশোরগঞ্জ-৫
অবয়ব
কিশোরগঞ্জ-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
কিশোরগঞ্জ-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৬৬নং আসন।
সীমানা
[সম্পাদনা]কিশোরগঞ্জ-৫ আসনটি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা ও বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৪]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আফজাল হোসেন | ১,২৩,৪৭৪ | ৬৪.৮ | +১৩.৪ | |
বিএনপি | মজিবুর রহমান মঞ্জু | ৬৫,০৫৪ | ৩৪.২ | +২০.৫ | |
বিকল্পধারা | মো: আব্দুর রহিম | ১,৭৩২ | ০.৯ | প্র/না | |
বাংলাদেশ কল্যাণ পার্টি | মো: আমিনুল আহসান | ২০০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৮,৪২০ | ৩০.৭ | +১৪.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৯০,৪৬০ | ৮৮.৫ | +১৬.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবদুল হামিদ | ৯৩,৯১৫ | ৫১.৪ | +১৪.৪ | |
কেএসজেএল | মো: ফজলুর রহমান | ৬৩,৬৫৬ | ৩৪.৯ | প্র/না | |
বিএনপি | জহির উদ্দিন ভুইয়া | ২৫,০৬৪ | ১৩.৭ | -৪.৯ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,২৫৯ | ১৬.৬ | +১৫.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৮২,৬৩৫ | ৭২.৩ | −৩.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবদুল হামিদ | ৫৪,০৭৩ | ৩৭.০ | -১৭.৯ | |
স্বতন্ত্র | মো: ফজলুর রহমান | ৫২,০২৪ | ৩৫.৬ | প্র/না | |
বিএনপি | এমদাদুল হক | ২৭,২৫১ | ১৮.৬ | -৪.৬ | |
জাতীয় পার্টি | এরশাদ উদ্দিন আহমেদ খান মিলকি | ৮,০৪৫ | ৫.৫ | +৩.৫ | |
জামায়াতে ইসলামী | আব্দুস সালাম খান পাঠান | ২,২১১ | ১.৫ | -২.০ | |
গণফোরাম | বোরহানুদ্দিন চৌধুরী | ২,১০০ | ১.৪ | প্র/না | |
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | কে এম আমিনুল হক | ৫৬৮ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,০৪৯ | ১.৪ | −৩০.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৬,২৭২ | ৭৫.৩ | +২৪.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবদুল হামিদ | ৬২,৭৯২ | ৫৪.৯ | |||
বিএনপি | হাবিবুর রহমান ভুইয়া | ২৬,৫৪০ | ২৩.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (আইয়ান উদ্দিন) | এ এইচ এম কামরুজ্জামান খান | ১৬,২০৫ | ১৪.২ | |||
জামায়াতে ইসলামী | আব্দুস সালাম খান পাঠান | ৪,০৫৮ | ৩.৫ | |||
জাতীয় পার্টি | মো: শফিকুল ইসলাম | ২,৩০১ | ২.০ | |||
জাকের পার্টি | মো: আহমেদ করিম মোল্লা | ৮৮৭ | ০.৮ | |||
ওয়ার্কার্স পার্টি | কাজী সালাহ উদ্দিন | ৫২০ | ০.৫ | |||
জাসদ (রব) | আলী আহমেদ মিলকি | ৪৫১ | ০.৪ | |||
গণতান্ত্রিক পার্টি | মো: হাসমত উদ্দিন ঠাকুর | ৩৩৮ | ০.৩ | |||
স্বতন্ত্র | গোলাম রব্বানি | ২৯৪ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,২৫২ | ৩১.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৪,৩৮৬ | ৫১.৩ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কিশোরগঞ্জ-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
<references>
-এ সংজ্ঞায়িত "১৯৮৮ফলাফল" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে কিশোরগঞ্জ-৫