খড়ুয়া রাজাপুর
খড়ুয়া রাজাপুর রাজাপুর | |
---|---|
গ্রাম | |
পশ্চিমবঙ্গে ও ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৪′ উত্তর ৮৮°৪৭′ পূর্ব / ২২.৭৩° উত্তর ৮৮.৭৯° পূর্ব[তথ্যসূত্র প্রয়োজন] | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
প্রশাসনিক বিভাগ | প্রেসিডেন্সি বিভাগ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
সরকার | |
• পঞ্চায়েত প্রধান | হেমা বিশ্বাস (টি.এম.সি) |
আয়তন | |
• গ্রাম | ২.৩৩ বর্গকিমি (০.৯০ বর্গমাইল) |
• গ্রামীণ | ২৩৩ হেক্টর (৫৭৬ একর) |
মাত্রা | |
• দৈর্ঘ্য | ২.৫ কিলোমিটার (১.৬ মাইল) |
• প্রস্থ | ১.৩ কিলোমিটার (০.৮ মাইল) |
উচ্চতা | ৯ মিটার (৩০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• গ্রাম | ১,৫৯১ |
• জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫.৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লুবি (IN-WB) |
খড়ুয়া রাজাপুর হল বনগাঁ মহকুমার একটি গ্রাম। এটি বনগাঁ থানার অন্তর্গত এবং গ্রামে একটি ডাকঘর রয়েছে। গ্রামটির পিন কোড হল ৭৪৩২৪৫।[১]
অবস্থান
[সম্পাদনা]গ্রামটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৭১.৬ কিলোমিটার (৪৪.৫ মা) দূরে অবস্থিত।[২] বনগাঁ থেকে এটি ১৫ কিমি ও জেলাসদর বারাসাত থেকে ৫১ কিমি দূরে অবস্থিত।গ্রামটি থেকে সবচেয়ে কাছের রেল স্টেশন চাঁদপাড়া রেলওয়ে স্টেশন ৫ কিমি দূরে অবস্থিত।
ভূগোল উপাত্ত
[সম্পাদনা]খড়ুয়া রাজাপুর ২২.৭৩ ডিগ্রি উত্তর ও ৮৮.৭৯ ডিগ্রি পূর্বে অবস্থিত।গ্রামটি সমুদ্র সমতল থেকে ৯ মিটার (৩০ ফু) উচ্চতায় অবস্থিত।গ্রামটির ভূমিভাগ পলিমাটি দ্বারা গঠিত।এই গ্রামের পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে চৈতা নদী প্রবাহিত হয়ে।
নদী ও বিল
[সম্পাদনা]এই গ্রামের প্রবাহীত নদী হল চৈতা।গ্রামে কিছু বিল বা জলাভূমি রয়েছে গ্রামের পূর্ব পাশে।বিল গুলিতে বছরে প্রায় ৬ মাস জল থাকে।বাকি ছয় মাস এই বিলে চাষ আবাদ চলে।তবে বিল গুলি চৈতা নদীর সঙ্গে যুক্ত করয়েছে।প্রতি বছর এই নদী ও বিল গুলি জলে পরিপূর্ণ হয় ও চাষের জমি গুলি প্লাবিত হয়।অনেক সময় ভংঙ্কর বন্যা ঘটায় ।এমনি একটি বন্যা ঘটেছিল ২০০০ সালে যা সকলের কাছে ২০০০ সালের বন্যা হিসাবে পরিচিত ।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের জনগননা অনুযায়ী খড়ুয়া রাজাপুরের জন সংখ্যা হল ১৫৯১ জন।এর মধ্যে ৮১৩ জন হল পুরুষ ও ৭৭৮ জন মহিলা।গ্রামটিতে ১৫১ টি শিশু রয়েছে।মোট জন সংখ্যার মধ্যে ০-৬ বছরের শিশু রয়েছে প্রায় ১০ শতাংশ।এই গ্রামে সাক্ষর মানুষের সংখ্যা ৮৯.৯৩ শতাংশ।এর মধ্যে ৯৪ শতাংশ পুরুষ ও ৮৬ শতাংশ মহিলা সাক্ষর। [৩][৪]
- পুরুষ: ৮১৩ জন।
- নারী: ৭৭৮ জন
- শিশু: ১৫১জন।
শিক্ষাব্যবস্থা
[সম্পাদনা]খড়ুয়া রাজাপুরে একটি উচ্চমাধ্যমিক ও দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।উচ্চমাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় গ্রামের মানুষের সহযোগিতায়।প্রথমে বিদ্যালয়টি জুনিয়ার হাই স্কুল ছিল পরে তা হাই স্কুল বা মাধ্যমিক বিদ্যালয় ও আরও পরে ২০১০ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিনিত হয়।এই বিদ্যালয়ে বর্তমানে কলা ও বিজ্ঞান উভয় বিভাগেই পাঠ দান করা হয়।গ্রামের প্রধান প্রাথমি বিদ্যালয় খড়ুয়া রাজাপুর জি.আর.এফ.পি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে ।
- খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়[৫]
- খড়ুয়া রাজাপুর জি.আর.এফ.পি প্রাথমিক বিদ্যালয়
- এসএসকে প্রাথমিক বিদ্যালয়।
কৃষি
[সম্পাদনা]গ্রামটি পশ্চিমবঙ্গের অন্যান গ্রামের মত কৃষি প্রধান গ্রাম।এই গ্রামের বেশির ভাগ মানুষ জন কৃষি কাজে যুক্ত।গ্রামটিতে প্রতি বছর প্রচুর পরিমানে ধান ও পাট উৎপাদিত হয়।চৈতা নদীর উর্বর পলিমাটি এই গ্রামের জমি গুলিকে উর্বর করেছে।এছাড়া গ্রামে কিছু পরিমান ডাল জাতীয় শস্য উৎপাদিত হয়।
বর্তমান সময়ে গ্রামটিতে বিকল্প কৃষি কাজ হিসাবে পলটি চাষ ও মাছ চাষ গুরুত্ব পেয়েছে।
বাজার
[সম্পাদনা]গ্রামটিতে একটি ছোট বাজার রয়েছে যা রাজাপুর বাজার নামে পরিচিত।এখানে প্রতি সপ্তহে সোমবার ও শুক্রবার হাট বসে।গ্রামের ও পাশের গ্রামের মানুষ এই হাটে আসেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kharua Rajapur pin code"।
- ↑ "কলকাতা থেকে খড়ুয়া রাজাপুরের দূরত্ব"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খড়ুয়া রাজাপুরের জন সংখ্যা"।
- ↑ "খড়ুয়া রাজাপুর গ্রামের জন সংখ্যা"। Villagedata.com। ৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০২-০৩-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়-বনগাঁ,পশ্চিমবঙ্গ"। সংগ্রহের তারিখ ০২-০৩-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |