খয়রাত হোসেন
অবয়ব
খয়রাত হোসেন | |
---|---|
জন্ম | ১৪ নভেম্বর ১৯০৯ |
মৃত্যু | ১০ মার্চ ১৯৭২ | (বয়স ৬২)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | মন্ত্রী, রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদের খাদ্য, মৎস ও পশুপালন মন্ত্রী |
খয়রাত হোসেন (জন্ম: ১৪ই নভেম্বর, ১৯০৯- মৃত্যু: ১০ মার্চ, ১৯৭২) নীলফামারী জেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সনে তিনি রংপুর কারমাইকেল কলেজের প্রথম মুসলিম ভিপি নির্বাচিত হন। ১৯৪৪ সালে নীলফামারী অঞ্চল থেকে এমএলএ নির্বাচিত হন। ১৯৫৫ সালে যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদের খাদ্য, মৎস ও পশুপালন মন্ত্রী হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন এবং ১৯৭২ সালে মৃত্যুবরণ করেন। নীলফামারী জেলায় খয়রাত হোসেন মার্কেট, খয়রাত হোসেন সড়ক ও খয়রাত নগর রেলওয়ে স্টেশন তার স্মৃতি বহন করছে।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "২নং গোড়গ্রাম ইউনিয়ন"। http (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭।
- ↑ web@somoynews.tv। "নীলফামারীতে ভাষা সৈনিক খয়রাত হোসেনের নামে নামফলক"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭।