গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার | |
---|---|
জন্ম | গাজী মাজহারুল আনোয়ার ২২ ফেব্রুয়ারি ১৯৪৩ দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ |
মৃত্যু | ৪ সেপ্টেম্বর ২০২২ | (বয়স ৭৯)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | গীতিকার, চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৬৪–২০২২ |
পুরস্কার |
গাজী মাজহারুল আনোয়ার (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৪৩ — মৃত্যু: ৪ সেপ্টেম্বর ২০২২)[১][২] ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[৩] ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।[৪] বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।[৫]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। [৬]
কর্মজীবন
[সম্পাদনা]২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।[৭]
রাজনীতি
[সম্পাদনা]গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]পরিচালক
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | টীকা |
---|---|---|
১৯৮২ | নান্টু ঘটক | প্রথম পরিচালিত চলচ্চিত্র |
১৯৮৪ | শাস্তি | |
১৯৮৫ | চোর | |
১৯৮৭ | সন্ধি | |
১৯৮৮ | স্বাক্ষর | |
১৯৮৯ | শর্ত | |
১৯৯০ | স্বাধীন | |
১৯৯২ | সমর | |
শ্রদ্ধা | ||
টিট ফর ট্যাট | ||
১৯৯৪ | স্নেহ | |
আম্মা | ||
পরাধীন | ||
তপস্যা | ||
উল্কা | ||
ক্ষুধা | ||
১৯৯৯ | রাগী | |
আর্তনাদ | ||
২০০১ | চুড়িওয়ালা | |
২০০২ | লাল দরিয়া | |
জীবনের গল্প | ||
২০০৭ | এই যে দুনিয়া | |
পাষানের প্রেম | ||
২০১১ | হৃদয় ভাঙ্গা ঢেউ | |
২০১৬ | মেয়েটি এখন কোথায় যাবে |
গীতিকার
[সম্পাদনা]- পীচ ঢালা পথ (১৯৬৮)
- আবির্ভাব (১৯৬৮)
- নীল আকাশের নিচে (১৯৬৮)
- ক খ গ ঘ ঙ (১৯৭০)
- দীপ নেভে নাই (১৯৭০)
- দর্প চূর্ণ (১৯৭০)
- বিনিময় (১৯৭০)
- স্বরলিপি (১৯৭১)
- অবুঝ মন (১৯৭২)
- রংবাজ (১৯৭৩)
- সাধারণ মেয়ে (১৯৭৫)
- চাষীর মেয়ে (১৯৭৫)
- জয় পরাজয় (১৯৭৬)
- সূর্যগ্রহণ (১৯৭৬)
- দি রেইন (১৯৭৬)
- নয়নমণি (১৯৭৬)
- অনন্ত প্রেম (১৯৭৭)
- গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)
- অশিক্ষিত (১৯৭৮)
- ডুমুরের ফুল (১৯৭৮)
- দি ফাদার (১৯৭৯)
- সূর্য সংগ্রাম (১৯৭৯)
- মহানগর (১৯৮১)
- লাল কাজল (১৯৮২)
- পুরস্কার (১৯৮৩)
- নতুন বউ (১৯৮৩)
- নাজমা (১৯৮৩)
- পেনশন (১৯৮৪)
- অভিযান (১৯৮৪)
- মা ও ছেলে (১৯৮৫)
- সারেন্ডার (১৯৮৭)
- রাজলক্ষী শ্রীকান্ত (১৯৮৭)
- যোগাযোগ (১৯৮৭)
- আগমন (১৯৮৭)
- রাঙা ভাবী (১৯৮৯)
- জীনের বাদশা (১৯৮৯)
- ছুটির ফাঁদে (১৯৯০)
- অন্ধ বিশ্বাস (১৯৯২)
- তুমি আমার (১৯৯৪)
- দেনমোহর (১৯৯৪)
- আশা ভালোবাসা (১৯৯৫)
- আঞ্জুমান (১৯৯৫)
- বাবার আদেশ (১৯৯৫)
- স্বপ্নের পৃথিবী (১৯৯৬)
- অজান্তে (১৯৯৬)
- দুর্জয় (১৯৯৬)
- তোমার জন্য পাগল (১৯৯৭)
- কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩)
- মান্না ভাই (২০০৪)
- হৃদয়ের কথা (২০০৬)
- বিদ্রোহী পদ্মা (২০০৬)
- তুমি কত সুন্দর (২০০৮)
- এ চোখে শুধু তুমি (২০০৮)
- সমাধি (২০০৮)
- বধূবরণ (২০০৮)
- যদি বউ সাজগো (২০০৮)
- তুমি আমার স্বামী (২০০৯)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- রাজা সূর্য খাঁ (২০১২)
- জজ ব্যরিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- এপার ওপার (২০১৫)
- পুত্র এখন পয়সাওয়ালা (২০১৫)
- বিগ ব্রাদার (২০১৫)
- লালচর (২০১৫)
- মাটির পরী (২০১৬)
উল্লেখযোগ্য গানসমূহ
[সম্পাদনা]- জয় বাংলা, বাংলার জয়[৮]
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
- একতারা তুই দেশের কথা বল রে এবার বল
- একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
- গানের খাতায় স্বরলিপি লিখে
- আকাশের হাতে আছে একরাশ নীল
- শুধু গান গেয়ে পরিচয়
- ও পাখি তোর যন্ত্রণা
- ইশারায় শীষ দিয়ে
- চোখের নজর এমনি কইরা
- এই মন তোমাকে দিলাম
- চোখ যে মনের কথা বলে
- নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা
- নীল আহা কত নীল তোমার ঐ দুটি চোখ
- যদি আমাকে জানতে স্বাধ হয়
- সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে
- অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায়
- আমিতো বন্ধু মাতাল নই
- গীতিময় এইদিন চিরদিন রবে কি
- চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো
- তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
- প্রেম যেনো মোর গোধূলি বেলার ক্লান্ত পাখীর কাকলি
- ফুল বিনা কোনদিন মালা হয় না
- পারিনা ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে
- ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
- বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে
- লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না
- দুটি পাখি একটি ছোট্ট নীড়ে কেউতো কারো পানে চায় না ফিরে
- কারো আপন হইতে পারলিনা অন্তর
- হয় যদি বদনাম হোক আরো
- ওরে পরদেশী যাবার আগে দোহাই লাগে
- কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো
- আমি সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি
- তুমি সাত সাগরের ওপাড় হতে আমায় ডেকেছো
- সুরের ভুবনে আমি আজো পথচারি
- তুমি কেন বোঝনা যে
- দীজাহানের মালিক তুমি
- জানিনা সে হৃদয়ে কখন এসেছে
- ছবি যেন শুধু ছবি নয়
- আমি নিজের মনে জিনেই যেন
- হেসে খেলে জীবনটা যদি চলে যায়
- সবাইতো ভালবাসা চায়
- এই পথে পথে আম একা চলি
- ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
- হায় হায় রংগিলা
- তোর রুপ দেখে চোখ ধাদে মন ভুলে না
- ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম
- বিক্রমপুরে বাপের বাড়ি
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[৩] স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন।[৯] পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gazi Mazharul Anwar, A renowned Lyrist, Film Director & Producer"। bizbdnews.com। ১১ নভেম্বর ২০১১। ২০১৫-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।টেমপ্লেট:Self-published inline
- ↑ প্রতিবেদক, বিনোদন। "গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন"। প্রথম আলো।
- ↑ ক খ "স্বাধীনতা পুরস্কার পেলেন যারা, ইত্তেফাক, ৭ মার্চ ২০২১"। ৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১।
- ↑ রওশন আরা বিউটি। "গাজী মাজহারুল আনোয়ার - কালজয়ী গানের স্রষ্টা"। রোদ্দুর। ২০১৬-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- ↑ "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"। বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- ↑ "গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৪। ২৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- ↑ "শুভ জন্মদিন গাজী মাজহারুল আনোয়ার"। দি টাইমস ইনফো। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ Rayhan, Nasir (২৫ মার্চ ২০১৭)। "Songs that won the war"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ মাজহার বাবু (২৬ মার্চ ২০১৫)। "উত্তাল সময়ের গান 'জয় বাংলা, বাংলার জয়'"। এনটভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গাজী মাজহারুল আনোয়ার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে গাজী মাজহারুল আনোয়ার