গোয়া, দমন ও দিউ
অবয়ব
গোয়া, দমন ও দিউ Goa, Damão e Diu | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৯৬১–১৯৮৭ | |||||||||||
১৯৬১ সালে ভারতে গোয়া, দামান ও দিউ | |||||||||||
অবস্থা | কেন্দ্রশাসিত অঞ্চল | ||||||||||
রাজধানী | পানজিম | ||||||||||
প্রচলিত ভাষা | পর্তুগিজ, কোঙ্কানি, মারাঠি, গুজরাতি | ||||||||||
মুখ্যমন্ত্রী | |||||||||||
• ১৯৬৩-৬৬ (প্রথম) | দয়ানন্দ বান্দোদকর | ||||||||||
• ১৯৮৫-৮৭ (শেষ) | প্রতাপসিংহ রানে | ||||||||||
রাজ্যপাল | |||||||||||
• ১৯৬১-৬২ (প্রথম) | মেজর জেনারেল কে পি ক্যান্ডথ (সামরিক গভর্নর) | ||||||||||
• ১৯৮৪-৮৭ (শেষ) | গোপাল সিং | ||||||||||
ইতিহাস | |||||||||||
১৯ ডিসেম্বর ১৯৬১ | |||||||||||
• গোয়ার রাজ্য মর্যাদা লাভ | ৩০ মে ১৯৮৭ | ||||||||||
মুদ্রা | ভারতীয় টাকা | ||||||||||
|
গোয়া, দমন ও দিউ একটি ছিল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর থেকে ১৯৮৭ সালের ৩০ মে পর্যন্ত এর অস্তিত্ব বিদ্যমান ছিল ।
এই কেন্দ্রশাসিত অঞ্চলটি বর্তমান সময়ের গোয়া রাজ্য এবং গুজরাত উপকূলের দুটি ছোট উপকূলীয় ছিটমহল দমন ও দিউ নিয়ে গঠিত। ঔপনিবেশুক পর্তুগিজ ভারত ছিল গোয়া, দমন ও দিউ-র পাশাপাশি দাদরা ও নগর হাভেলি নিয়ে গঠিত। ১৯৬১ সালে পর্তুগিজ ভারতকে স্বাধীন ভারতীয় প্রজাতন্ত্রে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই অঞ্চলটি গঠন করা হয়।
প্রশাসনিকভাবে এই অঞ্চলটি গোয়া, দমন ও দিউ তিনটি জেলায় বিভক্ত ছিল। এর রাজধানী ছিল গোয়ার বর্তমান রাজধানী পানজিমে। ১৯৮৭ সালে কেন্দ্রশাসিত অঞ্চলটিকে বিলুপ্ত করে গোয়াকে রাজ্য মর্যাদা দেওয়া হয় এবং দমন ও দিউকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Goa Vidhan Sabha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৭-০৫-১৭ তারিখে