জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল
জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল | |
---|---|
প্রেসিডেন্ট | আব্দুস সাত্তার |
প্রতিষ্ঠাতা | আব্দুস সাত্তার |
প্রতিষ্ঠা | ১৯৭৭ |
ভাঙ্গন | ১৯৭৮ |
পরবর্তী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সদর দপ্তর | ঢাকা |
ভাবাদর্শ | বাংলাদেশী জাতীয়তাবাদ উদার গণতন্ত্র |
রাজনৈতিক অবস্থান | বিগ টেন্ট |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (সংক্ষেপে ‘জাগদল’) ছিল ১৯৭৭ খ্রিস্টাব্দে গঠিত একটি রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। ১৯৭৫-এর ২৫ জানুয়ারি তারিখে তদানীন্তন সরকার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি মাত্র দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। ১৯৭৫-এর ১৫ আগস্ট সামগ্রিক রাজনৈতকি পট বদলে যায় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭-এ বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন করেন। এই সময়ে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ প্রতিষ্ঠিত হয়েছিল।[১] এই দলটি ছিল স্বল্পস্থায়ী। ১৯৭৮-এর ১লা সেপ্টেম্বর জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করার প্রস্তুতি গ্রহণ করেন। এর নাম রাখা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল।[২] এই দলে অঙ্গীভূত হওয়ার লক্ষ্যে ২৮ আগস্ট ১৯৭৮ সালে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার করা হয়। একই সভায় দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামীয় নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ চৌধুরী, মাহফুজুল এইচ. (২০১৭-১১-০১)। Democratization in South Asia: Lessons from American Institutions (ইংরেজি ভাষায়)। রুটলেজ। আইএসবিএন 9781351773911।
- ↑ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "বাংলাদেশ জাতীয়তাবাদী দল"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।