ধরমপুর রাজ্য
ধরমপুর রাজ্য ધરમપુર | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১২৬২–১৯৪৮ | |||||||
বাঁশদা এবং ধরমপুর রাজ্য, ১৮৯৬ | |||||||
রাজধানী | ধরমপুর | ||||||
আয়তন | |||||||
• ১৮৯২ | ১,৮২৩ বর্গকিলোমিটার (৭০৪ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৮৯২ | ১,০২,০০০ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১২৬২ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
ভারতের রাজপুত প্রদেশ - ধরমপুর দেশীয় রাজ্য |
ধরমপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ৯ টি তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির সুরাট এজেন্সির রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] এটি ১৯৩৩ খ্রিস্টাব্দে বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সি ও আরো পরে ১৯৪৪ খ্রিস্টাব্দে বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির অংশীভূত করা হয়৷[২] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর ধরমপুর রাজ্যের শাসক ভারতীয় অধিরাজ্যে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১০ই জুন তারিখে রাজ্যটিকে ভারতের বম্বে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷[৩]
ভূগোল
[সম্পাদনা]১৮২৩ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ধরমপুর রাজ্য ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সিতে অবস্থিত ছিলো৷[৪][৫]
ইতিহাস
[সম্পাদনা]১২৬২ খ্রিস্টাব্দে ধরমপুর রাজ্য প্রতিষ্ঠিত হয়৷ ১৭৬৬ খ্রিস্টাব্দে রাজ্যে রাজধানী প্রথমবার বদল করে মান্দবেগণে নিয়ে যাওয়া হয়, যা পরে ধরমপুর নামে পরিচিত হয়৷ ১৮০২ খ্রিস্টাব্দে ৩১শে ডিসেম্বর এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ শাসকগণ ছিলেন সিসোধ্যিয়া রাজবংশের রাজপুত৷
শাসকবর্গ
[সম্পাদনা]ধরমপুর দেশীয় রাজ্যের শাসকগণ রাণা মহারাণা সাহেব উপাধিতে ভূষিত হতেন৷[৬]
- অক্টোবর ১৬৮০ - ১৭২৭ সহদেবজী
- ১৭২৭ - ১৭৫৮ দ্বিতীয় রামদেবজী
- ১৭৫৮ - ১৭৭৪ ধরমদেবজী
- ১৭৭৪ - ১৭৭৭ প্রথম নারানদেবজী (গুমান সিং)
- ১৭৭৪ - ১৭৭৭ মহারাণী বাঈজী কুশল কুনবের্বা (স্ত্রী) (প্রথম বার) -রাজ প্রতিনিধি
- ১৭৭৭ - ১৭৮৪ দ্বিতীয় সোমদেবজী (অভয় সিং)
- ১৭৭৭ - ১৭৮৪ মহারাণী বাঈজী কুশল কুনবের্বা (স্ত্রী) (দ্বিতীয় বার) -রাজ প্রতিনিধি
- ১৭৮৪ - ১৮০৭ রূপদেবজী
- ১৭৮৪ - ১৮০০ মহারাণী বাঈজী কুশল কুনবের্বা (স্ত্রী) (তৃতীয় বার) -রাজ প্রতিনিধি
- ১৮০৭ - ১৮৫৭ প্রথম বিজয়দেবজী
- ১৮৫৭ - ২০ জানুয়ারি ১৮৬০ তৃতীয় রামদেবজী বিজয়দেবজী
- ২০ জানুয়ারি ১৮৬০ – ১৭ সেপ্টেম্বর ১৮৯১ নারায়ণদেবজী রামদেবজী
- ১৮৯১ - ২৬ মার্চ ১৯২১ মোহনদেবজী নারায়ণদেবজী
- ২৬ মার্চ ১৯২১ – ১৫ আগস্ট ১৯৪৭ বিজয়দেবজী মোহনদেবজী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Surat"। ব্রিটিশ বিশ্বকোষ। 26 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 117।
- ↑ Sadasivan, S. N. (২০০৫)। Political and administrative integration of princely states By S. N. Sadasivan। পৃষ্ঠা 26, 27। আইএসবিএন 9788170999683।
- ↑ Wiki Source, White Paper on Indian States (1950)/Part 4/Instrument of Accession
- ↑ "Dharampur"। ২১ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১১।
- ↑ "GJ tourism"। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১১।
- ↑ "Indian states before 1947 A-J"। rulers.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৩।