নাদির শাহ কোট জেলা
অবয়ব
নাদির শাহ কোট জেলা (পশতু: نادر شاه کوټ ولسوالۍ, ফার্সি: ولسوالی نادرشاه کوت) আফগানিস্তানের খোস্ত প্রদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে পাক্তিয়া প্রদেশ ও শামল জেলা, উত্তরে কালান্দার জেলা, উত্তর-পূর্বাঞ্চলে মুসা খেল জেলা, পূর্বে খোস্ত জেলা, দক্ষিণপূর্বে মান্দোজায়ি জেলা এবং দক্ষিণে তানি ও সেপারা জেলার সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২৮,৩০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে নাদির শাহ কোট নামক গ্রাম ৩৩°১৮′৪০″ উত্তর ৬৯°৪১′৩৬″ পূর্ব / ৩৩.৩১১১° উত্তর ৬৯.৬৯৩৩° পূর্ব যেটি খোস্তের প্রধান রাস্তা থেকে ১৩৮৬ মিটার উচ্চতায় অবস্থিত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- AIMS District Map[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ](N.B. The Nadir Shah Kot village is very close to the village of Kapray)
আফগানিস্তান এর খোস্ত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |