সন্ত্রাসবাদ হল সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার যা প্রায়শই ধ্বংসাত্মক এবং বলপ্রয়োগের মাধ্যমে ঘটানো হয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসবাদের কোন বেধে দেওয়া সীমারেখা অথবা সঙ্গায়ন নেই। প্রচলিত সঙ্গানুযায়ী যে সকল বিধ্বংসী কার্যকলাপ জনমনে ভীতির উদ্বেগ ঘটায়, ধর্মীয়, রাজনৈতিক অথবা নীতিগত লক্ষ্য অর্জনের জন্য কৃত রুচিবিরুদ্ধকাজ, ইচ্ছাপূর্বক সাধারণ জনগণের নিরাপত্তার বিষয় উপেক্ষা অথবা হুমকি প্রদান করা। আইন বহির্ভূত কার্যকলাপ এবং যুদ্ধকেও সন্ত্রাসবাদের অন্তর্ভূক্ত করা যায়।
সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলা, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এই ঘটনায় ২ হাজার ৭৫১ জন মারা যায়। দায়ী করা হয় আল কায়েদাকে। সেই
থেকে সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করার অভিপ্রায়ে দুটি স্বাধীন মুসলিম দেশ আফগানিস্তান ও ইরাকে সন্ত্রাস নির্মূল অভিযান শুরু হয়।
অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক যিনি একজন খ্রিস্টান মৌলবাদী এবং ঘোর ইসলাম বিরোধী। নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় ও উটোয়া দ্বীপের যুব সমাবেশে বোমা হামলার ঘটনায় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে জেলে দেয়া হয়।