বিষয়বস্তুতে চলুন

ভীম সিং (মল্লক্রীড়াবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাম-ডান: ভীম সিং, তেমুর ঘিয়াসি, হিদেহিকো তোমিজাওয়া, 1970 এশিয়ান গেমস

ভীম সিং (জন্ম ১৩ এপ্রিল ১৯৪৫, ধনানায়) একজন ভারতীয় প্রাক্তন উচ্চ লম্ফবিদ, যিনি ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [] তার নামে "হরিয়ানার সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার" ভীম পুরস্কার দেওয়া হয় প্রতি বছর। এই পুরস্কারের মূল্য ৫ লাখ টাকা।

ভিওয়ানির ভীম স্টেডিয়ামও ভীম সিংয়ের স্মৃতি বিজড়িত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "ভীম সিং"Sports-Reference.com এ অলিম্পিকস্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১২