মুসাফির (২০০৪-এর চলচ্চিত্র)
মুসাফির | |
---|---|
পরিচালক | সঞ্জয় গুপ্তা |
প্রযোজক | সঞ্জয় গুপ্তা |
রচয়িতা | সঞ্জয় গুপ্তা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আনন্দ রাজ আনন্দ বিশাল-শেখর |
চিত্রগ্রাহক | পি. এস. বিনোদ |
সম্পাদক | বান্টি নাগি |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ১১.৮২ কোটি[১][২] |
মুসাফির সঞ্জয় গুপ্তা রচিত, পরিচালিত ও প্রযোজিত ২০০৪ সালের ভারতীয় হিন্দি ভাষার নব্য নোয়ার মারপিটধর্মী থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অনিল কাপুর, সমীরা রেড্ডি, আদিত্য পঞ্চোলি, ও সঞ্জয় দত্ত এবং নবাগতা কোয়েনা মিত্র।[৩] চলচ্চিত্রটি কিছু ঘনিষ্ঠ দৃশ্যের জন্য সমালোচিত হয়, বিশেষ করে কাপুর ও রেড্ডির চুম্বন দৃশ্যের জন্য।[৪] এটি ১৯৯৭ সালের হলিউড চলচ্চিত্র ইউ টার্ন-এর পুনর্নির্মাণ।[৫]
চলচ্চিত্রটি ২০০৪ সালের ১০ই ডিসেম্বর ভারতে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে শুরুতে ভারত জুড়ে প্রেক্ষাগৃহে ৮০%-১০০% হাউজফুল হলেও প্রথম সপ্তাহান্তেই দর্শক কমতে শুরু করে এবং ফ্লপ তকমা লাভ করে।[২][৬]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- অনিল কাপুর - লাকি
- সমীরা রেড্ডি - স্যাম
- সঞ্জয় দত্ত - বিল্লা
- আদিত্য পঞ্চোলি - ইনস্পেক্টর টাইগার
- কোয়েনা মিত্র - লারা
- মহেশ মঞ্জরেকর - লুক্কা
- শক্তি কাপুর - হোয়াকো জ্যাকো
- অক্ষ পারদাসানি - কিশোর স্যাম
- মনোজ পাহওয়া
- অশ্বিনী কলসেকর - অ্যাঞ্জেলা
- পঙ্কজ কালরা
সঙ্গীত
[সম্পাদনা]মুসাফির | ||||
---|---|---|---|---|
কর্তৃক সংকলন | ||||
মুক্তির তারিখ | ১ অক্টোবর ২০০৪ ১০ ডিসেম্বর ২০০৪ (চলচ্চিত্র) | (ডিজিটাল মুক্তি)|||
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ৯৭:১২ | |||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | |||
বিশাল-শেখর কালক্রম | ||||
| ||||
আনন্দ রাজ আনন্দ কালক্রম | ||||
|
মুসাফির চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন বিশাল-শেখর। আনন্দ রাজ আনন্দ একটি গানের সুর করেন, সেটি হল "ইশ্ক কভি করিও না"। এই অ্যালবামের চারটি গান কাঁটে চলচ্চিত্রের মৌলিক গানের পুনর্মিশ্রণ। দেব কোহলি, কুমার, বিশাল দাদলানি ও মিলাপ জাভেরি গানের গীত লিখেন। গানসমূহ নিরীক্ষাধর্মী ও ভিন্নধর্মী হওয়ার জন্য সমালোচক ও শ্রোতাদের প্রশংসা অর্জন করে। "ইশ্ক কভি করিও না", "সাকি সাকি" ও "দূর সে পাস" গানসমূহ তরুণদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বক্স অফিস ইন্ডিয়া অনুসারে, অ্যালবামটির প্রায় ১৮,০০,০০০ ইউনিট বিক্রি হয়, যা সেই বছরের সপ্তম সর্বোচ্চ বিক্রীত চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক অ্যালবাম।[৭] "সাকি সাকি" গানটি বাটলা হাউজ চলচ্চিত্রে ব্যবহৃত হয়।
মৌলিক গানের তালিকা | ||
---|---|---|
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
সিডি 1 - ক্লাব | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "ইশ্ক কভি করিও না" (ফ্লিয়া মার্কেট ট্রান্স মিক্স) | দেব কোহলি | আনন্দ রাজ আনন্দ | সুনিধি চৌহান | ৪:২৮ |
২. | "সাকি সাকি" (সাইকেডেলিক ইনসোমনিয়া মিক্স) | দেব কোহলি | বিশাল-শেখর | সুখবিন্দর সিং, সুনিধি চৌহান | ৫:২৪ |
৩. | "দূর সে পাস" (মিসি ইন দ্য পুল মিক্স) | দেব কোহলি | বিশাল-শেখর | কেকে | ৬:০৬ |
৪. | "রাব্বা" (অ্যাগনি অ্যান্ড একস্টেসি মিক্স) | কুমার, দেব কোহলি | বিশাল-শেখর | কৃষ্ণ বেউরা | ৫:৫২ |
৫. | "তেজ ধার" (সেক্স অন হুইল মিক্স) | বিশাল দাদলানি, মিলাপ জাভেরি | বিশাল-শেখর | সঞ্জয় দত্ত | ৫:৩৬ |
৬. | "ইশ্ক কভি করিও না" (পারাদিসো মিক্স) | দেব কোহলি | আনন্দ রাজ আনন্দ | সুখবিন্দর সিং | ৪:২৩ |
৭. | "ইশ্ক সমুন্দর*" (ব্যাক টু লাইফ মিক্স) | দেব কোহলি | আনন্দ রাজ আনন্দ | সুনিধি চৌহান, আনন্দ রাজ আনন্দ | ৫:২২ |
৮. | "রামা রে" (দ্য বয়েজ আর ব্যাক মিক্স) | দেব কোহলি | আনন্দ রাজ আনন্দ | জুবিন গার্গ, সঞ্জয় দত্ত, শান | ৬:৬৫ |
৯. | "রাব্বা" (কিংকি ইন ইবিজা মিক্স) | কুমার, দেব কোহলি | বিশাল-শেখর | ঋচা শর্মা | ৭:৫১ |
মোট দৈর্ঘ্য: | ৫১:৫৮ |
সিডি 2 – লাউঞ্জ | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১০. | "রাব্বা" (ফেয়ারওয়েল টু স্যাডনেস মিক্স) | কুমার, দেব কোহলি | বিশাল-শেখর | ঋচা শর্মা | ৬:২২ |
১১. | "সুন সোনিয়ো" (আনজুনা লাগুনা মিক্স) | দেব কোহলি | বিশাল-শেখর | হেমা সরদেসাই | ৪:২৩ |
১২. | "তেজ ধার" (বিল্লা'স জার্নি মিক্স) | বিশাল দাদলানি, মিলাপ জাভেরি | বিশাল-শেখর | সঞ্জয় দত্ত | ৫:২৪ |
১৩. | "ফির না কেহনা" (ক্রেজি ইন জাঞ্জিবার মিক্স) | দেব কোহলি | বিশাল-শেখর | কুমার শানু, সুনিধি চৌহান | ৫:৩৯ |
১৪. | "এক দিল নে" (কাসা বিত্তোনা মিক্স) | দেব কোহলি | বিশাল-শেখর | কুনাল গাঞ্জাওয়ালা, শ্রেয়া ঘোষাল | ৪:৫৭ |
১৫. | "রাব্বা" (কিস অব ডেথ মিক্স) | কুমার, দেব কোহলি | বিশাল-শেখর | সুখবিন্দর সিং | ৬:০৪ |
১৬. | "ইয়ার মাঙ্গিয়াসি*" (ইটার্নাল মোমেন্ট মিক্স) | দেব কোহলি | আনন্দ রাজ আনন্দ | সোনু নিগম | ৬:২২ |
১৭. | "মাহি বে*" (স্লিপ উইথ ডেস্টিনি মিক্স) | দেব কোহলি | আনন্দ রাজ আনন্দ | সুখবিন্দর সিং, ঋচা শর্মা | ৬:০৩ |
মোট দৈর্ঘ্য: | ৪৫:১৪ |
*কাঁটে চলচ্চিত্রের গান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Musafir Box Office Collection | India | Day Wise | Box Office - Bollywood Hungama"। বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ ক খ "Musafir - Movie"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ Bose Malik, Jhoomur (১০ ডিসেম্বর ২০০৪)। "Sanjay Dutt ki to..."। দ্য টাইমস অব ইন্ডিয়া। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ পিল্লাই, শ্রীধর (১১ ডিসেম্বর ২০০৪)। "Erotic thriller"। দ্য হিন্দু। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ Cine Blitz। ব্লিটজ। ২০০৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ "Top India Total Nett Gross 2004"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ "Music Hits 2000–2009 (Figures in Units)"। বক্স অফিস ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মুসাফির (ইংরেজি)
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০০৪-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০০৪-এর অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- ২০০৪-এর অপরাধ মারপিটধর্মী চলচ্চিত্র
- ২০০৪-এর মারপিটধর্মী থ্রিলার চলচ্চিত্র
- ভারতীয় অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- ভারতীয় অপরাধ মারপিটধর্মী চলচ্চিত্র
- ভারতীয় মারপিটধর্মী থ্রিলার চলচ্চিত্র
- সঞ্জয় গুপ্তা পরিচালিত চলচ্চিত্র
- আনন্দ রাজ আনন্দ সুরারোপিত চলচ্চিত্র
- বিশাল-শেখর সুরারোপিত চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্রের ভারতীয় পুনর্নির্মাণ
- আইটেম গান সংবলিত চলচ্চিত্র
- ভারতীয় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র
- ভারতীয় অপরাধ অ্যাকশন চলচ্চিত্র