রকস্টার (চলচ্চিত্র)
রকস্টার | |
---|---|
পরিচালক | ইমতিয়াজ আলী |
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | অনিল মেহতা |
সম্পাদক | আরতি বাজাজ |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৯ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৬০ কোটি[২] |
আয় | ₹১০৮ কোটি[৩] |
রকস্টার ইমতিয়াজ আলী পরিচালিত ২০১১ সালের ভারতীয় হিন্দি ভাষার সঙ্গীতধর্মী প্রণয়মূলক-নাট্য চলচ্চিত্র। ছবির কাহিনী লিখেছেন যৌথভাবে ইমতিয়াজ আলী ও মুয়াজ্জেম বেগ। ছবিটি প্রযোজনা করে ইরোস ইন্টারন্যাশনাল লিমিটেড ও শ্রী আস্তাবিনায়ক সিনে ভিশন লিমিটেড। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস ফাখরি, অদিতি রাও হায়দারী, শাম্মী কাপুর প্রমুখ। ছবিতে জনার্দন জখর ওরফে জেজে বা জর্দানকে তার আদর্শ জিম মরিসনের মত রকস্টার হওয়ার স্বপ্ন দেখে।
চলচ্চিত্রটি ২০১১ সালের ১১ নভেম্বর ভারতে মুক্তি পায়। ছবিটি রণবীর কাপুরের অভিনয় ও এ আর রহমানের সঙ্গীতের জন্য ইতিবাচক ও কাহিনীর জন্য মিশ্র সমালোচনা লাভ করে।[৪] চলচ্চিত্রটি বক্স অফিসেও সফল হয় এবং ৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ১০৮ কোটি রুপি আয় করে।
কুশীলব
[সম্পাদনা]- রণবীর কাপুর - জনর্দন "জর্ডান" যকর
- নার্গিস ফাখরি - হীর কৌল
- শাম্মী কাপুর - ওস্তাদ জামিল খান
- অদিতি রাও হায়দারী - শীনা
- পীযূষ মিশ্র - দিংরা
- কুমুদ মিশ্র - খতানা
- মৌফিদ আজিজ - জয়
- শেরনাজ পটেল - নীনা কৌল, হীরের মা
- শরদ শর্মা - বিরাট কৌল, হীরের বাবা
- জয়দীপ আহলাওয়াত - জনর্দনের বড় ভাই
- শ্রেয়া নারায়ণ - জনর্দনের ভাবী
- সনজনা সাংঘী - ম্যান্ডি কৌল, হীরের ছোট বোন
সঙ্গীত
[সম্পাদনা]রকস্টার | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ৩০ নভেম্বর ২০১১ | |||
শব্দধারণের সময় | ২০১০-১১ | |||
স্থান | পঞ্চথন রেকর্ড ইন | |||
ঘরানা | চলচ্চিত্রের গান, কাওয়ালি, গজল | |||
দৈর্ঘ্য | ১:০৬:২১ | |||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | |||
প্রযোজক | এ আর রহমান | |||
এ আর রহমান কালক্রম | ||||
|
পেশাদারী মূল্যায়ন | |
---|---|
পর্যালোচনা স্কোর | |
উৎস | মূল্যায়ন |
মুম্বই মিরর | [৫] |
মিউজিক এলাউড | [৬] |
কইমই | [৭] |
বলিউড হাঙ্গামা | [৮] |
রকস্টার চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। গীত রচনা করেছেন ইরশাদ কামিল।[৯] ছবিতে ১৪টি গান রয়েছে। গানসমূহ ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর টি-সিরিজ-এর ব্যানারে প্রকাশিত হয়।
গানের তালিকা
[সম্পাদনা]নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ফির সে উড় চলা" | মোহিত চৌহান | ৪:৩১ |
২. | "জো ভি ম্যাঁ" | মোহিত চৌহান | ৪:৩৫ |
৩. | "কাতিয়া করু" | হর্ষদীপ কৌর | ৩:৫৯ |
৪. | "কুন ফায়া কুন" | মোহিত চৌহান | ৭:৫৩ |
৫. | "শেহের মে হুঁ ম্যাঁ তেরে" | মোহিত চৌহান | ৪:০৩ |
৬. | "হাওয়া হাওয়া" | মোহিত চৌহান | ৫:৪২ |
৭. | "অউর হো" | মোহিত চৌহান | ৫:৩৫ |
৮. | "ট্যাঙ্গো ফর তাজ (যন্ত্রসঙ্গীত)" | ৩:০১ | |
৯. | "তুম কো" | কবিতা কৃষ্ণমূর্তি | ৫:৪৮ |
১০. | "দ্য ডিচটমি অব ফ্রেম (যন্ত্রসঙ্গীত)" | ২:০৪ | |
১১. | "নাদান পরিন্দে" | মোহিত চৌহান | ৬:২৬ |
১২. | "তুম হো" | মোহিত চৌহান | ৫:১৮ |
১৩. | "সাদ্দা হক" | মোহিত চৌহান | ৬:০৫ |
১৪. | "দ্য মিটিং প্লেস" | রণবীর কাপুর | ১:১৩ |
মোট দৈর্ঘ্য: | ১:০৬:২১ |
মূল্যায়ন
[সম্পাদনা]সমালোচকদের প্রতিক্রিয়া
[সম্পাদনা]রেডিফ-এর রাজা সেন ছবিটিকে ৪/৫ প্রদান করে বলেন, "রকস্টারের কাহিনী সাধারণ, কখনো কখনো অনুমেয়, তবে পরিচালক ইমতিয়াজ আলী নিপুণভাবে তা বর্ণনা করেছেন।"[১০] ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের অনিরুদ্ধ গুহ ছবিটিকে ৪/৫ প্রদান করে বলেন, "এর ধাপে ধাপে চরম অবস্থার দিকে অগ্রগতি আপনার চাওয়ার আগ্রহ বৃদ্ধি করে।"[১১]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ROCKSTAR"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ লালওয়ানী, ভিকি (১৯ আগস্ট ২০১১)। "Ranbir Kapoor's Rockstar goes over budget - Times of India"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮।
- ↑ "Rockstar"। বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮।
- ↑ মলানী, গৌরব (১১ নভেম্বর ২০১১)। "Rockstar: Movie Review"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ হোল্লা, আনন্দ (৫ অক্টোবর ২০১১)। "Rock solid"। মুম্বই মিরর। ৯ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "ROCKSTAR – MUSIC REVIEW"। Music Aloud। ৩০ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ "Rockstar Music Review"। কইমই.কম। ১৯ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ তুতেজা, যোগীন্দর (৩ অক্টোবর ২০১১)। "Rockstar: Music Review by Joginder Tuteja"। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ মানওয়ানী, অক্ষয় (১ সেপ্টেম্বর ২০১৩)। "Something To Sing About: The life and lyrics of Irshad Kamil"। দ্য ক্যারাভান। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ সেন, রাজা (১১ অক্টোবর ২০১১)। "A Rockstar worth rooting for"। রেডিফ। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- ↑ গুহ, অনিরুদ্ধ (১১ অক্টোবর ২০১১)। "Review: Rockstar brings music back to our films"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রকস্টার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে রকস্টার (ইংরেজি)
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০১১-এর চলচ্চিত্র
- ২০১০-এর দশকের প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- ২০১০-এর দশকের সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- ইমতিয়াজ আলী পরিচালিত চলচ্চিত্র
- এ আর রহমান সুরারোপিত চলচ্চিত্র
- ভারতীয় অরৈখিক আখ্যান চলচ্চিত্র
- চেক প্রজাতন্ত্রে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- ভারতীয় সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- সঙ্গীত ও সঙ্গীতজ্ঞ সম্পর্কে চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী সঙ্গীতধর্মী চলচ্চিত্র
- জম্মু ও কাশ্মীরের পটভূমিতে চলচ্চিত্র
- দিল্লির পটভূমিতে চলচ্চিত্র
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র