রয়্যাল এক্সেল মুকরোঁ
অবয়ব
পূর্ণ নাম | রয়্যাল এক্সেল মুকরোঁ | |||
---|---|---|---|---|
ডাকনাম | 'লে উর্লু' | |||
সংক্ষিপ্ত নাম | আরইএম | |||
প্রতিষ্ঠিত | ১৯২২ আরআরসি পেরুওয়েলজ | |||
মাঠ | স্টাড লে কানোনির | |||
ধারণক্ষমতা | ১০,৮০০[১] | |||
মালিক | লাটিমার ইন্টারন্যাশনাল লিমিটেড[২] | |||
সভাপতি | পাট্রিক ডেকলার্ক | |||
ম্যানেজার | জোর্জে সিমাও | |||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ এ | |||
২০১৯–২০ | ১০ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
রয়্যাল এক্সেল মুকরোঁ (ফরাসি উচ্চারণ: [mukʁɔ̃], ওলন্দাজ উচ্চারণ: [muˈskrun]); এছাড়াও আর এক্সেল মুকরোঁ, আরই মুকরোঁ অথবা শুধুমাত্র মুকরোঁ নামে পরিচিত) হচ্ছে মুকরোঁ ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। রয়্যাল এক্সেল মুকরোঁ তাদের সকল হোম ম্যাচ মুকরোঁর স্টাড লে কানোনিরে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৮০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোর্জে সিমাও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন পাট্রিক ডেকলার্ক। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় দিমিত্রি মোহামেদ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম: স্টাড লে কানোনির"। excel-foot.be। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০।
- ↑ ইয়ুর্গেন, বালজান (৩১ মে ২০১৬)। "মাল্টা-নিবন্ধিত সংস্থা ১০ ডলারের বিনিময়ে বেলজিয়ামের ফুটবল ক্লাব ক্রয় করে"। maltatoday.com.mt। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ওলন্দাজ)
টেমপ্লেট:রয়্যাল এক্সেল মুকরোঁ টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ