স্বাতীলেখা সেনগুপ্ত
স্বাতীলেখা সেনগুপ্ত | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৬ জুন ২০২১ | (বয়স ৭১)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | নাট্যব্যক্তিত্ব |
দাম্পত্য সঙ্গী | রুদ্রপ্রসাদ সেনগুপ্ত |
সন্তান | সোহিনী সেনগুপ্ত |
স্বাতীলেখা সেনগুপ্ত (২২ মে ১৯৫০ - ১৬ জুন ২০২১ [১] ) ছিলেন একজন বিখ্যাত এবং কিংবদন্তি ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।[২] ভারতীয় থিয়েটারে অভিনয়ে তার অবদানের জন্য তিনি সংগীত নাটক অকাডেমি পুরস্কার পেয়েছেন। তার সহজ সরল ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ব্যাপক।
কাজ
[সম্পাদনা]১৯৭০-এর শুরুর দিকে ইলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন। তিনি বি. ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন। ১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকার নাট্যদলে যোগদান করেন। নান্দীকারে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন।[৩]
১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ঘরে বাইরে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]বৎসর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক |
---|---|---|---|
২০২১ | ধর্মযুদ্ধ | আম্মি | রাজ চক্রবর্তী |
২০২১ | বেলা শুরু | আরতি সরকার | নন্দিতা রায় |
২০১৯ | বরফ | শুভমের মা | সুদীপ চক্রবর্তী |
২০১৫ | বেলাশেষে | আরতি মজুমদার | নন্দিতা রায় |
১৯৮৫ | ঘরে বাইরে | বিমলা | সত্যজিৎ রায় |
পুরস্কার
[সম্পাদনা]- ভারতীয় থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য ২০১১ সংগীত নাটক অকাডেমি পুরস্কার[৪]
- পশ্চিমবঙ্গ থিয়েটার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার
- পশ্চিমবঙ্গ নাট্য অকাডেমি পুরস্কার।
জীবনাবসান
[সম্পাদনা]স্বাতীলেখা দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ২৫ দিন ধরে আই সি ইউ তে চিকিৎসা চলছিল। ২০২১ খ্রিস্টাব্দের ১৬ই জুন বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত"। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- ↑ "My mom and me"। India Today। ২৭ ফেব্রুয়ারি ২০০৯। ৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২।
- ↑ "Swatilekha Sengupta Akademi Award: Acting"। http://sangeetnatak.org। ১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১২।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "Nandikar people"। Nandikar। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১২।