বিষয়বস্তুতে চলুন

স্যার জন সুইনবার্ন, ৭ম ব্যারোনেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জন সুইনবার্ন, ৭ম ব্যারোনেট (১৮৩১ - ১৫ জুলাই ১৯১৪) একজন ব্রিটিশ ব্যারোনেট এবং উদার রাজনীতিবিদ ছিলেন।

এডওয়ার্ড সুইনবার্ন এবং তার স্ত্রী আন্না অ্যান্টোনিয়া সাটনের তৃতীয় পুত্র, স্যার রিচার্ড সাটনের নাতনি, ১ম ব্যারোনেট, তিনি ১৮৬০ সালে তার দাদা স্যার জন এডওয়ার্ড সুইনবার্ন, ৬ষ্ঠ ব্যারোনেটের স্থলাভিষিক্ত হন।[][]

সুইনবার্ন ১৮৬৬ সালে নর্থম্বারল্যান্ডের উচ্চ শেরিফ এবং ১৮৮৫ থেকে ১৮৯২ সালের মধ্যে লিচফিল্ড, স্টাফোর্ডশায়ারের সংসদ সদস্য ছিলেন। ১৮৯৫ সালের সাধারণ নির্বাচনে তিনি নিউবারিতে লিবারেল পার্টির সংসদীয় প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু নির্বাচিত হননি।

তার মেয়ে রাহমেহ থিওডোরা সুইনবার্ন জেনারেল পার্সি র‌্যাডক্লিফকে বিয়ে করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

মন্তব্য

[সম্পাদনা]
  1. Burke, Bernard (১৯০৩)। A Genealogical and Heraldic Dictionary of the Peerage and Baronetage, the Privy Council, Knightage and Companionage (65th সংস্করণ)। Harrison and Sons। পৃষ্ঠা 1462–3। 
  2. Burke, Bernard (১৯০৩)। A Genealogical and Heraldic Dictionary of the Peerage and Baronetage, the Privy Council, Knightage and Companionage (65th সংস্করণ)। Harrison and Sons। পৃষ্ঠা 1461। 
  3. "Gen. P. Radcliffe Dies in England"New York Times (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ১৯৩৪। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]