বিষয়বস্তুতে চলুন

হাসবা বিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাসবা বিল ( উর্দু : حسبا قانون ; জবাবদিহিতা বিল ) ছিল আফগানিস্তান সীমান্তে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্যদের প্রস্তাবিত আইন । সেই সময় প্রদেশে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ছিল মুত্তাহিদা মজলিস-ই-আমাল (এমএমএ), যা ছয়টি ধর্মীয় দলের একটি জোট ছিল যা ইসলামিক ন্যায়বিচার (শরিয়ত) ব্যবস্থাকে সমর্থন করে। ২০০৩ সালে হাসবা বিল (শরিয়া বাস্তবায়ন বিল) একই বিধানসভা দ্বারা অনুমোদিত হয়; যা প্রদেশে শরিয়ত বাধ্যতামূলক করে। হাসবা বিলে শরিয়ত (হিশবাহ) বাস্তবায়নের জন্য সরকারী স্বীকৃতি চাওয়া হয়; সে অনুযায়ী বিলের নাম হাসবা।

হাসবা বিলটি পাকিস্তানের সুপ্রিম কোর্ট অবরুদ্ধ করেছিল। প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী এটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]