বিষয়বস্তুতে চলুন

২০১০ এশিয়ান গেমসে বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৬তম এশিয়ান গেমসে বাংলাদেশ

বাংলাদেশের জাতীয় পতাকা
আইওসি কোড  BAN
এনওসি বাংলাদেশ অলিম্পিক সংস্থা
২০১০ এশিয়ান গেমস গুয়াংজু
প্রতিযোগী ১৬টি ক্রীড়ায় ১৫০ জন
পদক স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
এশিয়ান গেমস ইতিহাস (সারসংক্ষেপ)
এশিয়ান গেমস
এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমস
এশিয়ান বিচ গেমস
এশিয়ান যুব গেমস
দক্ষিণ এশীয় গেমস ইতিহাস
দক্ষিণ এশীয় গেমস

ষোড়শ এশিয়ান গেমসের ৪২টি ক্রীড়া বিষয়ের মধ্যে বাংলাদেশ ১৬টি ক্রীড়ায় দলগত ও ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ করে। চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ইতিহাসে সর্বপ্রথম দলগত ক্রীড়া হিসেবে ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল রৌপ্যপদক এবং বাংলাদেশ জাতীয় মহিলা কাবাডি দল ব্রোঞ্জপদকসহ মোট ৩টি পদক লাভ করে।

পদক তালিকা

[সম্পাদনা]
পদক নাম ক্রীড়া বিষয় তারিখ
 স্বর্ণ পুরুষ দল ক্রিকেট পুরুষ ২৬ নভেম্বর
 রৌপ্য মহিলা দল ক্রিকেট মহিলা ১৯ নভেম্বর
 ব্রোঞ্জ মহিলা দল কাবাডি মহিলা ২৫ নভেম্বর

ক্রিকেট

[সম্পাদনা]

পুরুষ

[সম্পাদনা]
দল

মোহাম্মদ আশরাফুল, শামসুর রহমান, নাঈম ইসলাম, ফয়সাল হোসেন, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, নাজমুল হোসেন, মোহাম্মদ নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দি শুভ, ডলার মাহমুদ, মিঠুন আলী, নাসির হোসেন, রনি তালুকদার, শুভাগত হোম, সাব্বির রহমান

  • এশিয়া থেকে আইসিসি’র ৩ পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাসহ ২০১০ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেটে অংশগ্রহণকারী আফগানিস্তান দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে।

কোয়ার্টার ফাইনাল

নভেম্বর ২৩
৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৫০/৭ (২০ ওভার)
 মালয়েশিয়া
৮০ (১৯.৪ ওভার)
মিঠুন আলী ৩৯ (৩৫)
শাহরুলনিজাম ইউসুফ ৪/২১ (৪ ওভার)
শফিক শরীফ ২১ (২৫)
মোহাম্মদ আশরাফুল ৩/৫ (২ ওভার)
বাংলাদেশ ৭০ রানে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও মসুর রমেশ (সিঙ্গাপুর)
  • বাংলাদেশ বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সেমি-ফাইনাল

নভেম্বর ২৫
১৩:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১০২/৫ (১৫.২ ওভার)
 শ্রীলঙ্কা
১০১ (২০ ওভার)
ফয়সাল হোসেন ৩৩ (২৪)
নুয়ান জয়সা ২/১৫ (২ ওভার)
চিন্তাকা জয়াসিংহে ২৮ (২২)
সোহরাওয়ার্দি শুভ ৪/৬ (৪ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও মসুর রমেশ (সিঙ্গাপুর)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

নভেম্বর ২৬
১৩:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১১৮/৮ (২০ ওভার)
 বাংলাদেশ
১১৯/৫ (১৯.৩ ওভার)
আসগর স্তানিকজাই ৩৮* (৩৬)
মোহাম্মদ আশরাফুল ২/৩ (১ ওভার)
নাঈম ইসলাম ৩৪* (৪২)
করিম সাদিক ২/২৭ (৩ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও বুদ্ধি প্রধান (নেপাল)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

মহিলা

[সম্পাদনা]
দল

রুমানা আহমেদ, সালমা খাতুন, সোহেলী আক্তার, আয়শা রহমান, চামেলী খাতুন, তিথী রাণী সরকার, পান্না ঘোষ, সুলতানা ইয়াসমিন বৈশাখী, লতা মন্ডল, তাজিয়া আক্তার, শুকতারা রহমান, জাহানারা আলম, চম্পা চাকমা, সাথিরা জাকির, ফারজানা হক

পুল বি

নভেম্বর ১৪
১৩:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৬/০ (৩.৪ ওভার)
 হংকং
২৫ (১৭.১ ওভার)
ফারজানা হক ১৭* (১৭)
কনি উং ০/৫ (১ ওভার)
কানারদিপ কিনু জিল ১১ (৩৯)
চামেলী খাতুন ২/৪ (৩ ওভার)
বাংলাদেশ ১০ উইকেটে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও মসুর রমেশ (সিঙ্গাপুর)
  • হংকং টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

নভেম্বর ১৫
১৩:০০
স্কোরকার্ড
জাপান 
৫৭/৮ (২০ ওভার)
 বাংলাদেশ
১১১/৮ (২০ ওভার)
ইমা কুরিবেয়াশি ১৮ (৩০)
শুকতারা রহমান ৩/৬ (৪ ওভার)
শুকতারা রহমান ৩৭ (৪৫)
কুরুমি ওতা ৩/১৬ (৪ ওভার)
বাংলাদেশ ৫৪ রানে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও বিশ্বনাথন কালীদাস (মালয়েশিয়া)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সেমি-ফাইনাল

নভেম্বর ১৮
৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
৩৫/১ (৬.৫ ওভার)
 চীন
৩৪ (১৫.৫ ওভার)
ফারজানা হক পিঙ্কি ২০* (১৯)
ঝু হাইজাই ১/১৬ (২.৫ ওভার)
সান মেনগিয়াও ১০ (৩৩)
সালমা খাতুন ৩/৪ (৩ ওভার)
বাংলাদেশ ৯ উইকেটে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও মসুর রমেশ (সিঙ্গাপুর)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

নভেম্বর ১৯
১৩:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
৯২ (২০ ওভার)
 পাকিস্তান
৯৩/০ (১৫.৪ ওভার)
সালমা খাতুন ২৪ (৩১)
নিদা দার ৪/১৬ (৪ ওভার)
নিদা দার ৫১* (৪৩)
জাহানারা আলম ০/৩ (১ ওভার)
পাকিস্তান ১০ উইকেটে বিজয়ী
গুয়াংগং ক্রিকেট স্টেডিয়াম, গুয়াংজু
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও বুদ্ধি প্রধান (নেপাল)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

কাবাডি

[সম্পাদনা]

পুরুষ

[সম্পাদনা]
দল

পুরুষ দল বি গ্রুপে অংশগ্রহণ করে।

প্রাথমিক পর্ব

গ্রুপ বি

দল খেলা জয় ড্র পরাজয় স্বপক্ষে পয়েন্ট বিপক্ষে পয়েন্ট পার্থক্য পয়েন্ট
 পাকিস্তান ১১৫ ৫৩ +৬২
 জাপান ৭৪ ৫৮ +১৬
 বাংলাদেশ ৭৬ ৮৯ −১৩
 মালয়েশিয়া ৮২ ১৪৭ −৬৫

২২ নভেম্বর
১৭:০০
বাংলাদেশ  ১৩-১৫  জাপান নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(৫-৬)

২৩ নভেম্বর
১০:০০
বাংলাদেশ  ৪৮-৩৮  মালয়েশিয়া নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(২৬-১৭)

২৪ নভেম্বর
১৬:০০
পাকিস্তান  ৩৬-১৫  বাংলাদেশ নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(২৬-১০)

মহিলা

[সম্পাদনা]
দল

মহিলা দল বি গ্রুপে অংশগ্রহণ করে।

প্রাথমিকা রাউন্ড

গ্রুপ বি

দল খেলা জয় ড্র পরাজয় স্বপক্ষে পয়েন্ট বিপক্ষে পয়েন্ট পার্থক্য পয়েন্ট
 ভারত ৮১ ৪১ +৪০
 বাংলাদেশ ৪৮ ৫৩ −৫
 দক্ষিণ কোরিয়া ৪০ ৭৫ −৩৫
   নেপাল
২২ নভেম্বর
১০:৪০
ভারত  ৩৪-২০  বাংলাদেশ নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(২২-৭)

২৩ নভেম্বর
১৭:৩০
দক্ষিণ কোরিয়া  ১৯-২৮  বাংলাদেশ নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(১০-১৬)

২৪ নভেম্বর
১০:৪০
নেপাল    ওয়াকওভার  বাংলাদেশ নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(নেপাল খেলায় অংশগ্রহণ করেনি)

নক-আউট পর্ব

সেমি-ফাইনাল

২৫ নভেম্বর
১৫:০০
থাইল্যান্ড  ৩৪-২৩  বাংলাদেশ নানশা জিমনেসিয়াম, গুয়াংজু
(২৫-১৪)

চূড়ান্ত অবস্থান: ৩