বিষয়বস্তুতে চলুন

২০১৬–১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬-১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া
তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৬ – ১২ অক্টোবর ২০১৬
অধিনায়ক ফাফ দু প্লেসিস স্টিভ স্মিথ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৫–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান রাইলি রুশো (৩১১) ডেভিড ওয়ার্নার (৩৮৬)
সর্বাধিক উইকেট অ্যান্ডিল ফেহলাকওয়াইও (৮) ক্রিস ট্রিমেন (৭)
সিরিজ সেরা খেলোয়াড় রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০১৬-এ অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য

[সম্পাদনা]
 দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া

ওডিআই বনাম আয়ারল্যান্ড

[সম্পাদনা]

ওডিআই বনাম দক্ষিণ আফ্রিকা

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
৩০ সেপ্টেম্বর ২০১৬ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৯৪/৯ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৯৫/৪ (৩৬.২ ওভার)
কুইন্টন ডি কক ১৭৮ (১১৩)
স্কট বোল্যান্ড ৩/৬৭ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) দক্ষিণ আফ্রিকায় ওডিআইতে সর্বোচ্চ ও সর্বনিম্ন সর্বোচ্চ রান করেছেন।

২য় ওডিআই

[সম্পাদনা]
২ অক্টোবর ২০১৬
দক্ষিণ আফ্রিকা 
৩৬১/৬ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২১৯ (৩৭.৪ ওভার)
ফাফ দু প্লেসিস ১১১ (৯৩)
জন হেস্টিংস ৩/৫৭ (১০ ওভার)
ট্রাভিস হেড ৫১ (৪৫)
ওয়েন পার্নেল ৩/৪০ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৪২ রানে জয়ী
ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাফ দু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জো মেনিক্রিস ট্রিমেন (অস্ট্রেলিয়া) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

[সম্পাদনা]
৫ অক্টোবর ২০১৬ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
৩৭১/৬ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৩৭২/৬ (৪৯.২ ওভার)
ডেভিড ওয়ার্নার ১১৭ (১০৭)
ইমরান তাহির ২/৫৪ (১০ ওভার)
ডেভিড মিলার ১১৮* (৭৯)
জন হেস্টিংস ২/৭৯ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী
কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান
আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওডিআইতে এটি দ্বিতীয় সর্বোচ্চতম রান তাড়া।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
৯ অক্টোবর ২০১৬
অস্ট্রেলিয়া 
১৬৭ (৩৬.৪ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৬৮/৪ (৩৫.৩ ওভার)
ম্যাথু ওয়েড ৫২ (৫৮)
কাইল এ্যাবট ৪/৪০ (৮ ওভার)
ফাফ দু প্লেসিস ৬৯ (৮৭)
ক্রিস ট্রিমেন ২/৪৮ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই

[সম্পাদনা]
১২ অক্টোবর ২০১৬ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা 
৩২৭/৮ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৯৬ (৪৮.২ ওভার)
রাইলি রুশো ১২২ (১১৮)
জো মেনি ৩/৪৯ (১০ ওভার)
ডেভিড ওয়ার্নার ১৭৩ (১৩৬)
ইমরান তাহির ২/৪২ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড ওয়ার্নার ওডিআইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]