২২তম জি সিনে পুরস্কার
অবয়ব
২২তম জি সিনে পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ১০ মার্চ ২০২৪ | |||
স্থান | মুম্বই, ভারত | |||
উপস্থাপক | আয়ুষ্মান খুরানা অপারশক্তি খুরানা | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | জাওয়ান | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দর্শকের পছন্দ | গদর ২ | |||
শ্রেষ্ঠ অভিনেতা |
| |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | ||||
সর্বাধিক পুরস্কার | জাওয়ান (১০) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | জি সিনেমা ও জি টিভি | |||
|
২২তম জি সিনে পুরস্কার ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০২৪ সালের ১০ই মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয়।[১] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা ভ্রাতৃদ্বয়। এছাড়া একটি করে অংশের উপস্থাপনা করেন বরুণ শর্মা এবং শাহিদ কাপুর ও কৃতি স্যানন।
জাওয়ান শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকসহ সর্বাধিক ১০টি পুরস্কার লাভ করে। এরপর গদর ২ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ও এনিম্যাল ৫টি করে, পাঠান ৪টি এবং টুয়েলভথ ফেল' ৩টি পুরস্কার লাভ করে।[২]
অনুষ্ঠান
[সম্পাদনা]২১তম জি সিনে পুরস্কার অনুষ্ঠানটি ২০২৪ সালের ১০ই মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয়।[৩][৪] অনুষ্ঠানে মৌনী রায়, কৃতি স্যানন, আলিয়া ভাট, ববি দেওল, শাহিদ কাপুর, ও শাহরুখ খান বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।
বিজয়ী ও মনোনীত
[সম্পাদনা]দর্শকের পছন্দ
[সম্পাদনা]শ্রেষ্ঠ চলচ্চিত্র | বর্ষসেরা গান |
---|---|
|
|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
|
|
জনপ্রিয় পুরস্কার
[সম্পাদনা]কারিগরী পুরস্কার
[সম্পাদনা]শ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ সংলাপ |
---|---|
|
|
শ্রেষ্ঠ কাহিনি | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
| |
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা |
| |
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা |
| |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা |
|
|
শ্রেষ্ঠ মারপিঠ | শ্রেষ্ঠ ভিএফএক্স |
|
বিশেষ পুরস্কার
[সম্পাদনা]বন্ধন ব্যাংক ট্রাস্টেড বর্ষসেরা অভিনয় - পুরুষ | মারুতি সুজুকি ব্রেজ্জা হট অ্যান্ড টেকি বর্ষসেরা অভিনয় - নারী |
---|---|
একাধিক মনোনয়ন ও জয়
[সম্পাদনা]পুরস্কার | চলচ্চিত্র |
---|---|
১০ | জাওয়ান |
৫ | এনিম্যাল |
গদর ২ | |
৪ | পাঠান |
২ | সত্যপ্রেম কি কথা |
পরিবেশনা
[সম্পাদনা]পরিবেশনাকারী | পরিবেশনা |
---|---|
উৎকর্ষ শর্মা ও সিমরিত কৌর | নৃত্য - "দিল ঝুম ঝুম", "ম্যাঁয় নিকলা গাড্ডি লেকে" |
মৌনী রায় | নৃত্য - "পানি পানি হু গয়ি", "নদীও পার", "বেশরম রং", "গলি গলি মেঁ" |
সুনীল গ্রোবর | কৌতুকাভিনয় |
কৃতি স্যানন | নৃত্য - "মুঙ্গড়া", "মেরে পিয়া ঘর আয়া", "ম্যাঁয় আয়ি হু ইউপি বিহার লুটনে", "রাম চাহে লীলা চাহে", "ঠুমকেশ্বরী", "তেরি বাতোঁ অ্যায়সা উলঝা জিয়া", "লাল পিলি আঁখিয়া" |
আলিয়া ভাট | নৃত্য - "সাথী চল", "হাম তুম এক কামরে বন্ধ", "তুম ক্যায়া মিলে", "ঢিন্ডোরা বাজে রে", "হোয়াট ঝুমকা" |
ববি দেওল | নৃত্য - "আজ মৌসম বড়া বেইমান", "রাফতা রাফতা দেখো", "ইয়ারা ও ইয়ারা", "দিল ন্যায়ও লাগতা", "দুনিয়া হাসিনো কা মেলা", "জামাল কদু" |
শাহিদ কাপুর | নৃত্য - "কালি পিলি আঁখিয়া", "নাগাড়া বাজা", "সাজ ধাজ কে", "মৌজা হি মৌজা", "শানদার", "তেরি বাতোঁ অ্যায়সা উলঝা জিয়া" |
শাহরুখ খান | নৃত্য - "ঝুমে জো পাঠান", "জিন্দা বান্দা", "চলেয়া", "রামাইয়া বাস্তবাইয়া", "ছাইয়্যা ছাইয়্যা" |
পুরস্কার প্রদানকারী
[সম্পাদনা]প্রদানকারী | ভূমিকা |
---|---|
বস্কো-সিজার | শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী পুরস্কার প্রদান করেন |
আনু মালিক নীতি মোহন |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার প্রদান করেন |
শক্তি কাপুর | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন |
আফতাব শিবদাসানি শ্রী চন্দভাই বিরানি |
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন |
জিতেন্দ্র শেখর সুমন |
জি৫ শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার প্রদান করেন জি৫ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদান করেন জি৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন |
শর্বরী ওয়াঘ নিখিল আডবানি |
জি মিউজিক সবচেয়ে বেশি স্ট্রিমড অ্যালবাম পুরস্কার প্রদান করেন |
জাভেদ জাফরি রমেশ তৌরানি |
শ্রেষ্ঠ কাহিনি পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার প্রদান করেন |
শাহিদ কাপুর কৃতি স্যানন |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা পুরস্কার প্রদান করেন |
গুলশান গ্রোবর বেনী দয়াল |
বর্ষসেরা গান পুরস্কার প্রদান করেন |
বিদ্যা বালান অপূর্ব সরকার |
বন্ধন ব্যাংক ট্রাস্টেড বর্ষসেরা অভিনয় - পুরুষ পুরস্কার প্রদান করেন |
অনন্যা পাণ্ডে | শ্রেষ্ঠ নবাগত অভিনেতা পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার প্রদান করেন বর্ষসেরা নবাগত অভিনয়শিল্পী পুরস্কার প্রদান করেন |
আলিয়া ভাট অঙ্কুর কুমার সত্যম মনোহর |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার প্রদান করেন |
সুভাষ ঘাই | শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার প্রদান করেন |
অনিল শর্মা | শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার প্রদান করেন |
রাম সুরেশ আশীষ সেহগল |
মারুতি সুজুকি ব্রেজ্জা হট অ্যান্ড টেকি বর্ষসেরা অভিনয় - নারী পুরস্কার প্রদান করেন |
সুভাষ ঘাই | শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন |
পুনিত গোয়েঙ্কা | শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) পুরস্কার প্রদান করে |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zee Cine Awards 2024 complete winners list: Shah Rukh Khan wins Best Actor, thanks Atlee; Jawan and Pathaan sweep awards"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪।
- ↑ ওয়াডওয়া, আমান (১১ মার্চ ২০২৪)। "Zee Cine Awards 2024 full list of winners: Shah Rukh Khan, Rani Mukerji bag top acting honours; Jawan wins Best Film"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2024 full winners list: Shah Rukh Khan's Jawan wins big; Sunny Deol, Rani Mukerji, Kiara Advani honoured"। হিন্দুস্তান টাইমস। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪।
- ↑ "Zee Cine Awards 2024 Winners: Shah Rukh Khan Wins Best Actor; Jawan Bags Best Film, Best Music"। নিউজএইটিন (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪।