বিষয়বস্তুতে চলুন

আহ পেকু প্যাটারা

স্থানাঙ্ক: ১০°১৮′ উত্তর ১০৭°০০′ পশ্চিম / ১০.৩° উত্তর ১০৭° পশ্চিম / 10.3; -107
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৯ সালের অক্টোবর মাসে আইয়োর নিকটবর্তী হওয়ার সময় গ্যালিলিও মহাকাশযান থেকে গৃহীত আহ পেকু প্যাটারার সর্বোচ্চ রেজোলিউশন চিত্র।

আহ পেকু প্যাটারা (ইংরেজি: Ah Peku Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস ৮৫ কিলোমিটার এবং স্থানাংক ১০°১৮′ উত্তর ১০৭°০০′ পশ্চিম / ১০.৩° উত্তর ১০৭° পশ্চিম / 10.3; -107। প্যাটারাটির নামকরণ করা হয়েছে মায়া ঝঞ্ঝা দেবতা আহ পেকুর নামানুসারে। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক নামটি গৃহীত হয়।[] আহ পেকু প্যাটারাটি মোনান প্যাটারার দক্ষিণে স্থিত মোনান মনসের দক্ষিণ প্রান্তে অবস্থিত। উদ্গীরণ কেন্দ্র আমিরানিমাউই এবং মাউই প্যাটারা এটির উত্তরপশ্চিমে অবস্থিত। আহ পেকু প্যাটারার উত্তরপূর্বে রয়েছে গিশ বার প্যাটারা[] আহ পেকু প্যাটারাটিকে প্রথম শনাক্ত করা হয়েছিল গ্যালিলিও মহাকাশযানের সলিড স্টেট ইমেজার অ্যান্ড নিয়ার-ইনফ্রারেড ম্যাপিং স্পেকট্রোমিটারের মাধ্যমে। এটিকে একটি সক্রিয় হটস্পট মনে করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ah Peku Patera"Gazetteer of Planetary Nomenclature। ২০১৯-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৬ 
  2. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.
  3. "Geologic mapping of the Amirani–Gish Bar region of Io: Implications for the global geologic mapping of Io" (পিডিএফ)europa.la.asu.edu। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০০৭  [অকার্যকর সংযোগ]