বিষয়বস্তুতে চলুন

প্রমিথিউস (আগ্নেয়গিরি)

স্থানাঙ্ক: ১°৩১′ দক্ষিণ ১৫৩°৫৬′ পশ্চিম / ১.৫২° দক্ষিণ ১৫৩.৯৪° পশ্চিম / -1.52; -153.94
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রমিথিউস আগ্নেয়গিরি ও তার উদ্গীরণ স্তম্ভগুলির গ্যালিলিও রঙিন মোজাইক। প্রমিথিউস প্যাটারা হল উপরের ডানদিকে বৃক্ক-আকৃতির অন্ধকার অঞ্চলটি; ম্যাগমা উৎসের ছিদ্রটি ঠিক তার নিচে সরু ‘গলা’য় অবস্থিত। শেষোক্তটি থেকে পশ্চিমের যে প্রবাহক্ষেত্রটি বাঁদিকে প্রসারিত হয়েছে তার অধিকাংশই SO2 উদ্গীরণ স্তম্ভ-বহুল। বাঁদিকের শেষ প্রান্তে প্রবাহসীমা থেকে তার উদ্গীরণ চলছে।[]

প্রমিথিউস (ইংরেজি: Prometheus) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি আইয়োর বৃহস্পতি-বিপরীতমুখী গোলার্ধে ১°৩১′ দক্ষিণ ১৫৩°৫৬′ পশ্চিম / ১.৫২° দক্ষিণ ১৫৩.৯৪° পশ্চিম / -1.52; -153.94 স্থানাংকে অবস্থিত।[]

প্রমিথিউস গঠিত হয়েছে প্রমিথিউস প্যাটারা (ইংরেজি: Prometheus Patera) নামে পরিচিত একটি ২৮-কিলোমিটার (১৭ মা)-চওড়া আগ্নেয় জ্বালামুখ এবং একটি ১০০-কিলোমিটার (৬২ মা)-দীর্ঘ মিশ্র লাভা প্রবাহ নিয়ে। দু’টিকেই ঘিরে রয়েছে লালচে সালফার এবং বৃত্তাকার, উজ্জ্বল সালফার ডাইঅক্সাইড আগ্নেয় স্তম্ভ সঞ্চয়।[] ১৯৭৯ সালের মার্চ মাসে ভয়েজার ১ মহাকাশযান থেকে গৃহীত আলোকচিত্রে আগ্নেয়গিরিটি প্রথম পর্যবেক্ষিত হয়।[] সেই বছরই পরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রিক অগ্নিদেবতা প্রমিথিউসের নামানুসারে এটির নামকরণ করে।

প্রমিথিউস একটি সক্রিয় আগ্নেয়গিরি অন্ততপক্ষে ১৯৭৯ সালে ভয়েজার ১ মহাকাশযানের অতিক্রমণ কাল থেকে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে আসছে। ভয়েজার মহাকাশযানগুলির অতিক্রমণ কাল এবং গ্যালিলিও মহাকাশযানের প্রথম পর্যবেক্ষণগুলির মধ্যবর্তী সময়ে এখানে একটি ৬,৭০০-বর্গকিলোমিটার (২,৬০০ মা) প্রবাহক্ষেত্র গড়ে উঠেছে।[] পরবর্তীকালে গ্যালিলিও পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় যে এই প্রবাহক্ষেত্রটিতে অসংখ্য ছোটো ছোটো নির্গমস্থল রয়েছে, যেগুলি বিশেষভাবে দেখা যায় প্রবাহক্ষেত্রটির পশ্চিম সীমায়।[]

প্রমিথিউসে দু’টি আগ্নেয় উদ্গীরণ স্তম্ভ দেখা যায়: প্রবাহক্ষেত্রটির পূর্ব সীমায় একটি ছোটো সালফার-সমৃদ্ধ উদ্গীরণ স্তম্ভ ম্যাগমা-উৎসের ছিদ্রটি থেকে উৎক্ষিপ্ত হয়েছে এবং একটি ৭৫-থেকে-১০০-কিলোমিটার (৪৭ থেকে ৬২ মা)-দীর্ঘ, SO
2
-সমৃদ্ধ ধূলির স্তম্ভ উৎক্ষিপ্ত হয়েছে অপর প্রান্তের সক্রিয় প্রবাহমুখ থেকে।[] প্রথমটি প্রমিথিউস প্রবাহক্ষেত্রের পূর্ব দিকে একটি বিকীর্ণ, লাল সঞ্চয় সৃষ্টি করেছে। দ্বিতীয়টি সমগ্র আগ্নেয়গিরি ও লাভা প্রবাহটিকে ঘিরে একটি উজ্জ্বল, বৃত্তাকার সঞ্চয় গড়ে তুলেছে। যখন প্রবাহক্ষেত্রের পশ্চিম প্রান্তে লাভা সালফার ডাইঅক্সাইড হিমকে আচ্ছাদিত করে তাকে উত্তপ্ত ও বাষ্পীভূত করেছে তখন SO
2
-সমৃদ্ধ স্তম্ভটি উৎপন্ন হয়েছে।[] বিভিন্ন নির্গমস্থলে এটি সম্পন্ন হয় দৃশ্যমান ধূলির স্তম্ভের জজ্য গ্যাস ও ধূলি উৎপাদন করে।[] প্রমিথিউসের স্তম্ভটি উভয় ভয়েজার মহাকাশযান, গ্যালিলিওনিউ হোরাইজনস থেকে পর্যবেক্ষিত হয়েছে এবং প্রতিটি মহাকাশযানই এটির আলোকচিত্র গ্রহণের সুযোগ পেয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Leone, G.; Gerard Davies, A.; Wilson, L.; Williams, D. A.; Keszthelyi, L. P.; Jaeger, W. L.; Turtle, E. P. (২০০৯)। "Volcanic history, geologic analysis and map of the Prometheus Patera region on Io"। Journal of Volcanology and Geothermal Research187 (1–2): 93–105। ডিওআই:10.1016/j.jvolgeores.2009.07.019বিবকোড:2009JVGR..187...93L 
  2. Blue, Jennifer (অক্টোবর ১, ২০০৮)। "Io Nomenclature: Eruptive center"। USGS। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০১ 
  3. Davies, A. (২০০৭)। "Prometheus and Amirani: effusive activity and insulated flows"। Volcanism on Io: A Comparison with EarthCambridge University Press। পৃষ্ঠা 208–216। আইএসবিএন 978-0-521-85003-2 
  4. Smith, B. A.; ও অন্যান্য (১৯৭৯)। "The Jupiter system through the eyes of Voyager 1"। Science204 (4396): 951–972। এসটুসিআইডি 33147728ডিওআই:10.1126/science.204.4396.951পিএমআইডি 17800430বিবকোড:1979Sci...204..951S 
  5. McEwen, A. S.; ও অন্যান্য (১৯৯৮)। "Active Volcanism on Io as Seen by Galileo SSI"। Icarus135 (1): 181–219। ডিওআই:10.1006/icar.1998.5972বিবকোড:1998Icar..135..181M 
  6. Keszthelyi, L.; ও অন্যান্য (২০০১)। "Imaging of volcanic activity on Jupiter's moon Io by Galileo during the Galileo Europa Mission and the Galileo Millennium Mission"। J. Geophys. Res.106 (E12): 33025–33052। ডিওআই:10.1029/2000JE001383অবাধে প্রবেশযোগ্যবিবকোড:2001JGR...10633025K 
  7. Kieffer, S.W.; ও অন্যান্য (২০০০)। "Prometheus: Io's Wandering Plume"। Science288 (5469): 1204–1208। ডিওআই:10.1126/science.288.5469.1204পিএমআইডি 10817989বিবকোড:2000Sci...288.1204K 
  8. Milazzo, M. P.; ও অন্যান্য (২০০১)। "Observations and initial modeling of lava-SO
    2
    interactions at Prometheus, Io"। J. Geophys. Res.106 (E12): 33121–33128। ডিওআই:10.1029/2000JE001410বিবকোড:2001JGR...10633121M