ফরিদপুর উপজেলা
ফরিদপুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ফরিদপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৯′২৯.৯৮৮″ উত্তর ৮৯°২৭′১১.৯৮৮″ পূর্ব / ২৪.১৫৮৩৩০০০° উত্তর ৮৯.৪৫৩৩৩০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
সরকার | |
• উপজেলা নির্বাহী অফিসার | মোছাঃ শিরিন সুলতানা[১] |
আয়তন | |
• মোট | ১৪৫.৪৭ বর্গকিমি (৫৬.১৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[২] | |
• মোট | ১,৩৫,৪৯১ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৬৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৭৬ ৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফরিদপুর বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
ইতিহাস
[সম্পাদনা]ফরিদপুর উপজেলা শিক্ষা সংস্কৃতিতে অনন্য। এখানে আছে শতবছরের পুরনো রাজা বনমালী রায় বাহাদুর এর রাজবাড়ী। তাই রাজার নাম অনুসারে এখানে বাজারের নাম হয়েছে বনওয়ারী নগর বাজার। এখানে আছে শতবছরের পুরাতন হাইস্কুল বনওয়ারীনগর সরকারি সি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়। আছে নাম করা কলেজ মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি (অনার্স) কলেজ। আছে বনওয়ারী নগর সিনিয়র ফাজিল মাদরাসা। আরো আছে শতবছরের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ আবাদ দ্বিমুখী উচ্চবিদ্যালয়। উপজেলাটি বড়াল নদীর তীরে গড়ে উঠেছে।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]ভৌগলিকভাবে ২৪.০০৫’-২৪.০১৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১৭-৮৯.০২৭ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এর অবস্থান। এ উপজেলার উত্তরে ভাঙ্গুড়া উপজেলা ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা, দক্ষিণে সাঁথিয়া উপজেলা ও আটঘরিয়া উপজেলা পূর্বে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা, পশ্চিমে চাটমোহর উপজেলা ও ভাঙ্গুরা উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে –
- বৃলাহিড়ীবাড়ী ইউনিয়ন
- পুংগলী ইউনিয়ন
- ফরিদপুর ইউনিয়ন
- হাদল ইউনিয়ন
- বনওয়ারীনগর ইউনিয়ন
- ডেমরা ইউনিয়ন
- ফরিদপুর পৌরসভা
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]এ উপজেলার মোট জন সংখ্যা ১,২৩,৯১৯ জন। যার মধ্যে ৬৩,৬১৮ জন রয়েছে পুরুষ এবং নারী সংখ্যা ৬০,৩০১ জন।
শিক্ষা
[সম্পাদনা]এ এলাকার ৪৭% মানুষই শিক্ষিত (যাদের বয়স ৭ বছরের উপরে)। মেয়েদের শিক্ষার হার ৪৩% এবং ছেলেদের শিক্ষার হার ৫১ %।
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা – ৪৮টি।
- রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা – ৩২টি।
- ১২টি উচ্চবিদ্যালয়ের মধ্যে রয়েছে – ৩টি বালিকা উচ্চবিদ্যালয়।
- মাদরাসার সংখ্যা – ৪৯টি।
- ব্রাক স্কুল – ৪৯টি।
- মহাবিদ্যালয় – ৪টি।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রাজা বনমালী রায় বাহাদুর রাজবাড়ী
- শাহ ফরিদপুরীর মাজার
- চিথুলিয়া ঠাকুরবাড়ি
- দিঘির ভিটা বটমূল
- হাদল বঙ্গবন্ধু সৈকত
- বিলচান্দক সৈকত
- ডেমরা পাথার
- দেওভোগ পার্ক
অর্থনীতি
[সম্পাদনা]অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। প্রায় ৭৫-৮৫% লোক কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভরশীল। প্রধান ফসল ধান, সরিষা, গম, পাট, খেসারি, পিঁয়াজ ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- সাইফুল আজম – বৈমানিক
- মাসুম আজিজ – অভিনেতা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদক, বিশেষ (২০২৪-০৮-২০)। "সিটি মেয়রসহ ১ হাজার ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফরিদপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |