বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ডাক বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ ডাক বিভাগ
বাংলাদেশ ডাক বিভাগের সীল

বাংলাদেশ ডাক বিভাগের সদরদপ্তর: ডাক ভবন, ঢাকা
ডাক কর্তৃপক্ষ রূপরেখা
সদর দপ্তরডাক ভবন, প্লট-ই-১৩/এ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১০০০/ ১২০৭, বাংলাদেশ।
ডাক কর্তৃপক্ষ নির্বাহী
  • নায়েব দেলোয়ার হোসেন, মহাপরিচালক ও পোস্টমাস্টার জেনারেল
মূল বিভাগডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
ওয়েবসাইটbdpost.gov.bd

বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশে ডাক পরিষেবা প্রদানের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত। এটি বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এই মন্ত্রণালয় দুইটি অধিদপ্তরের জন্য নীতি নির্ধারণ করে থাকে।

পরিষেবা

[সম্পাদনা]

বাংলাদেশ ডাক বিভাগের প্রধান পরিসেবাসমূহের মধ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ডাক দ্রব্যাদি গ্রহণ, পরিবহন ও বিলিকরণ, রেজিস্ট্রেশন সেবা, ভ্যালু পেয়েবল (ভিপি) সেবা, বীমা সেবা, পার্সেল সেবা, বুক পোস্ট (বুক প্যাকেট ও প্যাটার্ণ প্যাকেট), রেজিস্টার্ড সংবাদপত্র, মানি অর্ডার সেবা, এপ্রেস সেবা (জিইপি ও ইএমএস), ই-পোস্ট এবং ইন্টেল পোস্ট সেবা প্রদান।[] সাধারণত দূরত্ব এবং গন্তব্য যোগাযোগ উপর নির্ভর করে এ কাজে ২ থেকে ৩ দিন সময় লাগে।

ই-পোস্ট

[সম্পাদনা]

ইলেকট্রনিক মেইল সেবা ১৬ আগস্ট ২০০০ সাল থেকে "ই-পোস্ট" হিসেবে চালু হয়।

পোস্ট কোড

[সম্পাদনা]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ডাক বিভাগ"bangladeshpost.gov.bd। বাংলাদেশ ডাক বিভাগ। ২০১৫। ৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]