বিষয়বস্তুতে চলুন

বিকল ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিকল
ভৌগোলিক বিস্তারবিকল অঞ্চল
ভাষাগত শ্রেণীবিভাগঅস্ট্রোনেশীয়
উপবিভাগ
আইএসও ৬৩৯-২/বিক
গ্লটোলগbiko1240[]
{{{mapalt}}}
ভৌগোলিক পরিসীমা অনুযায়ী বিকোল ভাষার অবস্থান।
  বেশি বিকোল এলাকা
ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রধান প্রধান বিকল ভাষার এলাকা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিকল উপভাষাসমূহের বিকল এলাকা; এটি (২০১৩) সালের লবেলের করা তালিকা অনুযায়ী

বিকল ভাষা হলো কেন্দ্রীয় ফিলিপাইনের ভাষার একটি শাখা, যার মাধ্যমে অধিকাংশ বিকল উপদ্বীপ লুসোন দ্বীপ এবং কাটানডানপস, বুরিসদ্বীপ আর মাসবাটে রাজ্যের লোকেরা কথা বলে। সেখানে বিকল ভাষা হল কালক্রমে জন্ম নেয়া ভিসায়ন ভাষা গুলোর অন্যতম আর যাদেরকে একত্রে বিসাকোল ভাষা বলা হয়।

অভ্যন্তরীণ শ্রেণীবিন্যাস

[সম্পাদনা]

এথনোলগ

[সম্পাদনা]

বিকল ভাষার শ্রণী বিভাগ ভৌগোলিক অবস্থা অনুযায়ী হল নিম্নরুপ:

এমসিফারল্যন্ড (১৯৭৪)

[সম্পাদনা]

ক্রিটিস এমসিফারল্যান্ডের দেওয়া তথ্যে বিকল ভাষার শ্রেণিবিভাগ নিম্নরুপ।[]

বিকল 
বিকল সদর 
 উত্তর কাটানডউনেস 

পানডান (উত্তর কাটানডউনেস)

 দ্বীপ বিকল 

ইরিগা (রিনকোনাডা)

 আলবাই 

বুহি (বুহি'নোন)

লিবন

ওয়াস (পশ্চিম মিরায়া)

ডারাগা (পূর্ব মিরায়া)

 কোসটাল বিকাল 

নাগা (প্রমিত বিকাল), লেগাজপি, ও পার্টিডো

ভিরাক (দক্ষিণ কাটানডানেস)

সান পাসকুয়াল (উত্তর বুরিসা দ্বীপ)

বিসাকোল 

উত্তর সোরসোগান

দক্ষিণ সোরসোগান

মাসবাটেনো

রোমবেলোমানোন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "বিকল"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  2. McFarland, Curtis D. The Dialects of the Bikol Area. Ph.D. dissertation. New Haven: Dept. of Linguistics, Yale University, 1974.

সাধারণ তথ্যসূত্র

[সম্পাদনা]
  • লোবেল, জাসন উইলিয়াম; ট্রয়া, উইলমের জসেপ সিনিয়র এবং কারপিও, জসে মারিয়া জ. ২০০০. একটি সাটারামন টাটারোমন / বিকল ভাষার উপর পড়াশোনা। নাগানগরী, ফিলিপাইনস: লোবেল ও ট্রিরা পার্টনারশিপ, কো.: পবিত্র জপমালার ক্ষুদ্র আসর।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:বিকল ভাষা টেমপ্লেট:ফিলিপাইনের ভাষা টেমপ্লেট:ফিলিপাইনের জনগনের ভাষা