২০১৪ পাকিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
অবয়ব
২০১৪ পাকিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | পাকিস্তান | ||
তারিখ | ৬ আগস্ট – ৩০ আগস্ট, ২০১৪ | ||
অধিনায়ক | অ্যাঞ্জেলো ম্যাথিউস | মিসবাহ-উল-হক | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুমার সাঙ্গাকারা (৩২৩) | সরফরাজ আহমেদ (২৬৫) | |
সর্বাধিক উইকেট | রঙ্গনা হেরাথ (২৩) | জুনাইদ খান (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৮২) | ফোয়াদ আলম (১৩০) | |
সর্বাধিক উইকেট | থিসারা পেরেরা (৯) | ওয়াহাব রিয়াজ (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) |
পাকিস্তান ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সমূচী অনুযায়ী আগস্ট, ২০১৪ সালে শ্রীলঙ্কা সফর করে। সফরে দলটি শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে দুইটি টেস্ট নিয়ে গড়া এক টেস্ট সিরিজে অংশ নেয়। এরপর সীমিত ওভারের আন্তর্জাতিক সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করে।[১] শ্রীলঙ্কার প্রথিতযশা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে তার বিদায়ী টেস্ট সিরিজে অংশ নিয়েছেন। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে মনোযোগ দেয়ার লক্ষ্যেই তার এ ঘোষণা।[২]
দলের সদস্য
[সম্পাদনা]টেস্ট সিরিজ | একদিনের আন্তর্জাতিক সিরিজ | ||
---|---|---|---|
শ্রীলঙ্কা[৩] | পাকিস্তান | শ্রীলঙ্কা[৪] | পাকিস্তান |
|
খেলা পরিচালনাকারী কর্মকর্তা
[সম্পাদনা]খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[৭][৮]
আম্পায়ার | টিভি আম্পায়ার | সংরক্ষিত আম্পায়ার | ম্যাচ রেফারী |
---|---|---|---|
|
|
|
|
টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]৬-১০ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড টেস্ট ২১৩৩ |
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- তৃতীয় দিনে বৃষ্টির কারণে ৪৬ ওভার খেলা হয়।
- শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে
২য় টেস্ট
[সম্পাদনা]১৪-১৮ আগস্ট, ২০১৪
স্কোরকার্ড টেস্ট ২১৩৬ |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জয়ী
অর্জনসমূহ
[সম্পাদনা]- শ্রীলঙ্কা
- ১ম টেস্টে কুমার সাঙ্গাকারা তার ১০ম ডাবল সেঞ্চুরি করেন। তার সম্মুখে রয়েছেন ডন ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরি।
- ২য় টেস্টের ১ম ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউস একাদশ শ্রীলঙ্কান হিসেবে ৩,০০০ রান সংগ্রহ করেন।
- ২য় টেস্টের ১ম ইনিংসে রঙ্গনা হেরাথ প্রথম বা-হাতি স্পিনার হিসেবে নিজস্ব সেরা ৯ উইকেট লাভ করেন ১২৭ রানের বিনিময়ে।[৯] বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে এ নিয়ে তিনি ২০বার পাঁচ-উইকেট পান।[১০] মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পর ৪র্থ দ্রুততম স্পিনাররূপে মিসবাহ-উল-হককে কট-আউট করে তিনি ৫৭ টেস্টে ২৫০ উইকেট পান।[১১] পাকিস্তানের বিপক্ষে কপিল দেবের ২৯ টেস্টে ৯৯ উইকেট লাভের পর ১৭ টেস্টে ৮৩ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন।
- ২য় ইনিংসে মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা ১৯বারের শতরানের জুটি গড়েন। উভয়ে ৬,৫৫৪ রান সংগ্রহ করেছেন।[১২]
- ২য় ইনিংসে ওয়াহাব রিয়াজকে কট-আউটের মাধ্যমে আউট করে রঙ্গনা হেরাথ খেলায় ১৪ উইকেট লাভ করেন ও শ্রীলঙ্কার ২-০ ব্যবধানে সিরিজ বিজয়সহ মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্ট যথার্থভাবে উদ্যাপন করেন। উল্লেখ্য যে, জয়াবর্ধনেকে টেস্ট ক্যাপ পড়িয়েছিলেন অর্জুনা রানাতুঙ্গা।[১৩] দুই টেস্টের সিরিজে ১৫.১৩ গড়ে ২৩ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন। পূর্বতন - মুত্তিয়া মুরালিধরন (২২ উইকেট, ১৮.০৪ গড়)।[১৪] এছাড়াও, ১৮৪ রানে ১৪ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলের পর (১৪/১৪৯, দিল্লি, ১৯৯৯) দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান গড়েন তিনি।[১৪] ওভালে ১৯৯৮ সালে মুত্তিয়া মুরালিধরন ১৬/২২০ করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দ রাজাপক্ষসহ, জয়াবর্ধনের পরিবার, সমর্থকগণ দাঁড়িয়ে সম্মাননা জানান ও সতীর্থ খেলায়াড়গণ দুই সারিতে ব্যাট উঁচিয়ে তাকে বিদায় জানান।[১৫]
- পাকিস্তান
- ১ম টেস্টের ১ম ইনিংসে ইউনুস খান তার ২৪তম টেস্ট সেঞ্চুরি করেন। এরফলে তিনি ইনজামাম-উল-হকের পর মোহাম্মদ ইউসুফের সাথে যৌথভাবে পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির তালিকায় ২য় স্থানে অবস্থান করছেন।[১৬]
- ২য় টেস্টের ১ম ইনিংসে সরফরাজ আহমেদ প্রথম পাকিস্তানি হিসেবে শ্রীলঙ্কায় তার অভিষেক সেঞ্চুরি করেন।[৯] এছাড়াও তিনি ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো ৫০ বা তদূর্দ্ধ রান সংগ্রহ করেন।[১০]
- ২য় টেস্টে প্রথম পাকিস্তানি ফিল্ডার হিসেবে ইউনুস খান ১০০ ক্যাচ পান আব্দুর রেহমানের বলে রঙ্গনা হেরাথকে আউট করে।[১০]
- ২য় টেস্টে জুনাইদ খান পঞ্চমবারের মতো ৫-উইকেট লাভ করেন। এর সবগুলোই শ্রীলঙ্কার বিপক্ষে। সিংহলিজ ক্রিকেট ক্লাব মাঠে ৬ষ্ঠ ফাস্ট বোলার হিসেবে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।[১০]
- ২য় টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার ইনিংসের ১০৫তম ওভারে সাঈদ আজমলকে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে লেভেল ১-এর অধীনে অন-ফিল্ড আম্পায়ার প্রতিবেদন দাখিল করলে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয় ও সর্বোচ্চ ৫০% ম্যাচ ফি জরিমানা হিসেবে ধার্য্য করা হবে।[১৫]
- সরফরাজ আহমেদ সিরিজের চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করে ২০০০-০১ মৌসুমে ভারতের বিপক্ষে অ্যান্ডি ফ্লাওয়ারের (১৮৩*, ৭০, ৫৫, ২৩২*) পর দ্বিতীয় উইকেট-কিপার হিসেবে সম্মাননা লাভ করেন।[১৪] সিরিজে ২৬৫ (৫৫, ৫২*, ১০৩ ও ৫৫) রান করেন। পাকিস্তানের পক্ষে উইকেট-কিপার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারী হচ্ছেন কামরান আকমল, ৫ ইনিংসে ২৯৩ রান করেন ২০০৬ সালে ভারত সফরে।[১৪]
- সিরিজ পরাজয়ের ফলে র্যাঙ্কিংয়ের ৩নং অবস্থান থেকে ৬নং অবস্থানে চলে যায় পাকিস্তান।[১৭]
পরিসংখ্যান
[সম্পাদনা]- সর্বাধিক রান[১৮]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কুমার সাঙ্গাকারা | ২ | ৪ | ০ | ৩২৩ | ২২১ | ৮০.৭৫ | ৬২২ | ৫১.৯২ | ১ | ১ | ৩৩ | ০ |
সরফরাজ আহমেদ | ২ | ৪ | ১ | ২৬৫ | ১০৩ | ৮৮.৩৩ | ৩৫৭ | ৭৪.২২ | ১ | ৩ | ২০ | ১ |
ইউনুস খান | ২ | ৪ | ০ | ২১১ | ১৭৭ | ৫২.৭৫ | ৪১২ | ৫১.৫১ | ১ | ০ | ১৯ | ১ |
অ্যাঞ্জেলো ম্যাথিউস | ২ | ৪ | ২ | ১৯৮ | ৯১ | ৯৯.০০ | ৪০৬ | ৪৮.৭৬ | ০ | ১ | ১৬ | ৩ |
উপুল থারাঙ্গা | ২ | ৪ | ০ | ১৬৮ | ৯২ | ৪২.০০ | ২৭৭ | ৬০.৬৪ | ০ | ১ | ২৩ | ০ |
- সর্বাধিক উইকেট[১৯]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | ওভার | মেইডেন | প্রদেয় রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৫ উইঃ | ১০ উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
রঙ্গনা হেরাথ | ২ | ৪ | ১২৩.৪ | ২৫ | ৩৪৮ | ২৩ | ৯/১২৭ | ১৫.১৩ | ২.৮১ | ৩২.২০ | ৩ | ১ |
জুনাইদ খান | ২ | ৩ | ৬৮.০ | ১৫ | ২৪৬ | ৯ | ৫/৮৭ | ২৭.৩৩ | ৩.৬১ | ৪৫.৩০ | ১ | ০ |
কুশল পেরেরা | ২ | ৪ | ৮৯.৫ | ৯ | ৩১৪ | ৯ | ৫/১৩৭ | ৩৪.৮৮ | ৩.৪৯ | ৫৯.৮০ | ১ | ০ |
সাঈদ আজমল | ২ | ৪ | ১৪৪.১ | ২৩ | ৩৬১ | ৯ | ৫/১৬৬ | ৪০.১১ | ২.৫০ | ৯৬.১০ | ১ | ০ |
ওয়াহাব রিয়াজ | ১ | ২ | ৪৫.০ | ৬ | ১৬৪ | ৬ | ৩/৭৬ | ২৭.৩৩ | ৩.৬৪ | ৪৫.০০ | ০ | ০ |
প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]একদিনের: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশ বনাম পাকিস্তান একাদশ
[সম্পাদনা]শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ
৩২৫/৭ (৪৬.২ ওভার) |
ব
|
|
- শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানের ইনিংস ৪৬.২ ওভার চলাকালে মন্দালোকে খেলা বন্ধ হয়ে যায়।
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ২৩ আগস্ট ২০১৪
স্কোরকার্ড ওডিআই ৩৫১২ |
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ৪৫ ওভারে নির্ধারণ করা হয়।
২য় ওডিআই
[সম্পাদনা]৩য় ওডিআই
[সম্পাদনা] ৩০ আগস্ট ২০১৪
স্কোরকার্ড ওডিআই ৩৫১২ |
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে খেলা ৪৮ ওভারের নির্ধারণ করা হয়। শ্রীলঙ্কার জয়ের জন্য ১০১ রান লক্ষ্যমাত্রা স্থির করা হয়।
পরিসংখ্যান
[সম্পাদনা]- সর্বোচ্চ রান[২০]
খেলোয়াড় | খেলা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | শতক | অর্ধ-শতক | শূন্য | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অ্যাঞ্জেলো ম্যাথিউস | ৩ | ৩ | ১ | ১৮২ | ৯৩ | ৯১.০০ | ২০১ | ৯০.৫৪ | ০ | ২ | ০ | ১৭ | ২ |
মাহেলা জয়াবর্ধনে | ৩ | ৩ | ০ | ১৫৬ | ৬৭ | ৫২.০০ | ১৭২ | ৯০.৬৯ | ০ | ২ | ০ | ১৯ | ০ |
ফায়াদ আলম | ৩ | ৩ | ১ | ১৩০ | ৬২ | ৬৫.০০ | ১৭৪ | ৭৪.৭১ | ০ | ১ | ০ | ১৩ | ০ |
আহমেদ শেহজাদ | ৩ | ৩ | ০ | ১১৫ | ৫৬ | ৩৮.৩৩ | ১৬২ | ৭০.৯৮ | ০ | ১ | ০ | ১২ | ০ |
শোয়েব মাকসুদ | ৩ | ৩ | ১ | ১০৫ | ৮৯* | ৫২.৫০ | ৮৮ | ১১৯.৩১ | ০ | ১ | ০ | ১০ | ১ |
- সর্বোচ্চ উইকেট[২১]
খেলোয়াড় | খেলা | ইনিংস | ওভার | মেইডেন | রান | উইকেট | ইনিংসে সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৪-উইঃ | ৫-উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
থিসারা পেরেরা | ৩ | ৩ | ১৮.০ | ১ | ৯৬ | ৯ | ৪/৩৪ | ১০.৬৬ | ৫.৩৩ | ১২.০০ | ১ | - |
ওয়াহাব রিয়াজ | ৩ | ৩ | ২৫.০ | ১ | ১৫৭ | ৮ | ৪/৬৫ | ১৯.৬২ | ৬.২৮ | ১৮.৭০ | ১ | - |
মোহাম্মদ হাফিজ | ৩ | ২ | ১৮.০ | ০ | ৭১ | ৪ | ৩/৩৯ | ১৭.৭৫ | ৩.৯৪ | ২৭.০০ | ০ | - |
রঙ্গনা হেরাথ | ৩ | ৩ | ২১.১ | ২ | ৯৩ | ৪ | ২/৩৮ | ২৩.২৫ | ৪.৩৯ | ৩১.৭০ | ০ | - |
লাসিথ মালিঙ্গা | ৩ | ৩ | ২২.৫ | ২ | ১৩৩ | ৪ | ২/৫৬ | ৩৩.২৫ | ৫.৮২ | ৩৪.২০ | ০ | - |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Pakistan in Sri Lanka 2014"। CricketArchive। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৪।
- ↑ "Jayawardene to retire from Tests"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।
- ↑ ESPN Cricinfo, Staff. "Chandimal, Mendis dropped for Pakistan Tests". www.espncricinfo.com. ESPN Sports Media. Retrieved 31 July 2014.
- ↑ "Global / Sri Lanka Squad – 1st and 2nd ODIs, Pakistan in Sri Lanka ODI Series, 2014"। ESPN Cricinfo। ১৯ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৪।
- ↑ Fidel Fernando, Andrew। "Lakmal out of Pakistan Tests"। www.espncricinfo.com। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৪।
- ↑ Staff, ESPNCricinfo। "Karunaratne returns to Test squad"। www.espncricinfo.com। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪।
- ↑ "Sri Lanka v Pakistan / Match Officials – 1st Test: Sri Lanka v Pakistan at Galle, Aug 6-10, 2014"। ESPN Cricinfo। ৩০ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "Sri Lanka v Pakistan / Match Officials – 2nd Test: Sri Lanka v Pakistan at Played at Sinhalese Sports Club Ground, Colombo, 14-18 August 2014"। ESPN Cricinfo। ৩০ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "Sangakkara, Jayawardene prosper after Herath nine, Sri Lanka v Pakistan, 2nd Test, SSC, 3rd day"। ESPN Cricinfo। ১৬ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "Herath races to 250, Sarfraz keeps scoring, Sri Lanka v Pakistan, 2nd Test, SSC, 2nd day"। ESPN Cricinfo। ১৫ আগস্ট ২০১৪। ১৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।
- ↑ "Herath's pledge, turn and prestige , Sri Lanka v Pakistan, 2nd Test, SSC, 2nd day"। ESPN Cricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।
- ↑ । ESPN Cricinfo। ১৭ আগস্ট ২০১৪ http://www.espncricinfo.com/sri-lanka-v-pakistan-2014/content/story/771251.html। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য);|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ । ESPN Cricinfo। ১৮ আগস্ট ২০১৪ http://www.espncricinfo.com/sri-lanka-v-pakistan-2014/content/story/771963.html। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য);|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ ক খ গ ঘ "Herath betters Murali, Sarfraz equals Andy Flower Sri Lanka v Pakistan, 2nd Test, SSC, 5th day"। ESPN Cricinfo। ১৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "Herath scripts perfect farewell for Jayawardene , Sri Lanka v Pakistan, 2nd Test, SSC, 5th day"। ESPN Cricinfo। ১৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪।
- ↑ "Younis century leads Pakistan recovery Sri Lanka v Pakistan, 1st Test, Galle, 1st day"। ESPN Cricinfo। ৬ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪।
- ↑ "Pakistan outplayed by Herath – Misbah"। ESPN Cricinfo। ১৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪।
- ↑ "Sri Lanka – Pakistan test series, 2014 – most runs"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪।
- ↑ "Sri Lanka – Pakistan test series, 2014 – most wickets"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৪।
- ↑ "most runs in ODI series Sri Lanka v Pakistan"। espncricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।
- ↑ "most wickets in ODI series Sri Lanka v Pakistan"। espncricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫।