২০২১–২২ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
২০২১–২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ২ সেপ্টেম্বর ২০২১ – ১৪ সেপ্টেম্বর ২০২১ | ||
অধিনায়ক | দাসুন শানাকা |
তেম্বা বাভুমা (ওডিআই) কেশব মহারাজ (টি২০আই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | চরিত আশালংকা (১৯৬) | ইয়ানেমান মালান (১৬২) | |
সর্বাধিক উইকেট |
মহেশ তীক্ষণ (৪) দুষ্মন্ত চামিরা (৪) ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৪) | তাবরাইজ শামসি (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | চরিত আশালংকা (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | দিনেশ চান্দিমাল (৭১) | কুইন্টন ডে কক (১৫৩) | |
সর্বাধিক উইকেট | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৩) | বিয়র্ন ফরটুইন (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা) |
দক্ষিণ আফ্রিকা পুুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে গণ্য হয়।[৩][৪]
সফরটি প্রাথমিকভাবে ২০২০ সালের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারি সফরটিকে ঝুঁকির মুখে ফেলে দেয়। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি দে সিলভা ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক গ্রেইম স্মিথ দুজনেই উল্লেখ করেন যে তাঁদের অনুশীলনের জন্য যথেষ্ট সময় প্রয়োজন।[৫] ২০২০ সালের ২০ এপ্রিল উভয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করে যে মহামারির কারণে সফরটি স্থগিত করা হয়েছে।[৬][৭] ২০২০ সালের ১ আগস্ট গ্রেইম স্মিথ নিশ্চিত করেন যে ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর সঙ্গে তারিখ সংক্রান্ত ঝামেলার কারণে সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।[৮]
২০২১ সালের ৩০ জুলাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করে যে সিরিজের সবগুলো ম্যাচ রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে জৈবসুরক্ষিত বুদ্বুদের মধ্যে অনুষ্ঠিত হবে।[৯]
ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী হয়।[১০] টি২০আই সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করতে সক্ষম হয়।[১১]
দলীয় সদস্য
[সম্পাদনা]২০২১ সালের ২২ আগস্ট শ্রীলঙ্কা ক্রিকেট দাসুন শানাকাকে অধিনায়ক করে ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[১৫][১৬] শ্রীলঙ্কা ওডিআই ও টি২০আই ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা না করে পুরো সফরের জন্য ২২ সদস্যের একটি মিলিত দল ঘোষণা করে।[১৭]
কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসার কারণে জুনিয়র দালা দক্ষিণ আফ্রিকার ওডিআই দল থেকে ছিটকে যান। তাঁর বদলি হিসেবে লুথো সিপামলাকে দলে নেয়া হয়।[১৮] প্রথম ওডিআই ম্যাচে খেলার সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার আঙুলে চিড় ধরায় তিনি সিরিজের বাকি ম্যাচগুলো হতে ছিটকে যান।[১৯] কেশব মহারাজকে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই-এর জন্য অধিনায়ক ঘোষণা করা হয়।[২০]
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, দক্ষিণ আফ্রিকা ০।
২য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৭ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ৪১ ওভারে ২৬৫ নির্ধারণ করা হয়।
- জর্জ লিন্ডা (দক্ষিণ আফ্রিকা)-এর ওডিআই অভিষেক হয়।
- কেশব মহারাজ ওডিআই ক্রিকেটে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেন।[২১]
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১০, শ্রীলঙ্কা ০।
৩য় ওডিআই
[সম্পাদনা]ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, দক্ষিণ আফ্রিকা ০।
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা) ও কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
[সম্পাদনা]৩য় টি২০আই
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South Africa tour of Sri Lanka schedule released"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১।
- ↑ "South Africa to tour Sri Lanka for three ODIs and T20Is each in September"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১।
- ↑ "Schedule for inaugural World Test Championship announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "South Africa tour of Sri Lanka 2020 likely to be postponed"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০।
- ↑ "South Africa's June tour of Sri Lanka postponed"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "CSA and SLC jointly announce postponement of Proteas Tour to Sri Lanka"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "South Africa's tours of West Indies and Sri Lanka postponed indefinitely"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২০।
- ↑ "South Africa to tour Sri Lanka in Sept for limited-overs series"। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১।
- ↑ "Debutant Maheesh Theekshana spins Sri Lanka to series victory"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Openers demolish Sri Lanka after bowling strangle as South Africa sweep series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Sri Lanka announce 22-man squad for South Africa series"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
- ↑ "Quinton de Kock, David Miller and Lungi Ngidi to miss ODI leg of South Africa's Sri Lanka tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১।
- ↑ "Pretorius returns as Proteas name squads for Sri Lanka white-ball series"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১।
- ↑ "30-man squad for limited over series against Proteas named"। দ্যপাপারে। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১।
- ↑ "Chandimal returns, four rookies called in"। সানডে টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১।
- ↑ "Kusal Perera back in limited-overs squads after recovering from Covid-19"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
- ↑ "SA bowling coach Charl Langeveldt and seamer Junior Dala to miss SL tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Fractured thumb rules Bavuma out, Maharaj to lead in remainder of ODI series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Bavuma ruled out of remainder of Sri Lanka series"। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "South Africa need a spin intervention against improving Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।